
আইপিএল ২০২১ এর উদ্বোধনী ম্যাচকে স্মরণীয় করে রাখলেন ব্যাঙ্গালোরের বোলার হর্ষল প্যাটেল। ব্যাঙ্গালোরের হয়ে বোলিং বিভাগে ঝড় তোলেন তিনি। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫টি উইকেট তোলেন। আইপিএলের ইতিহাসে এর আগে কোনও বোলার মুম্বইয়ের বিরুদ্ধে ৫টি উইকেট তুলতে পারেননি। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে একপ্রকার প্যাঁচে ফেলেন এই বোলার।
পাওয়ার-প্লে’র পর বোলিং এর দায়িত্বে আসেন তিনি। ৩ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১০৫ রান তোলে মুম্বাই। এরপর বাকি কাজ সারলেন হর্ষল প্যাটেল। মুম্বইয়ের মিডল অর্ডার হুরমুরিয়ে ভেঙ্গে পরে এই বোলারের আক্রমণে। ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পাণ্ডিয়া ও মেক্রো জানসেন সকলেই তাঁর বোলিং স্পেলে কুপোকাত হন। ইশান কিশান(২৮) ও হার্দিক পান্ডিয়া(১৩) উভয়ই হর্ষল প্যাটেলের বলে LBW হন।
এরপর কায়রন পোলার্ড ও ক্রুনাল পাণ্ডিয়ারাও জব্দ হন হর্ষলের কাছে। কায়রন পোলার্ড ৯ বলে ৭, ক্রুনাল পান্ডিয়া ৭ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। উভয়ই তাঁর বলেই ক্যাচ তুলে আউট হন। জানসেন বোল্ড ০ রানে ক্লিন বোল্ড হন হর্ষল প্যাটেলের দ্বারা। মুম্বাই ইন্ডিয়ান্সের ২০০ রানে পৌঁছানোর স্বপ্ন একা হাতেই থামিয়ে দেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে মুম্বাই।
