
পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটার ইনজামাম-উল-হক ভর্তি রয়েছেন হসপিটালে। সূত্রের খবর, হার্ট অ্যাটাক জনিত কারণে তিনি পাকিস্তানের লাহোর হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল তার শরীরে অ্যাঞ্জিপ্লাস্টি করা হয়েছে বলে জানা গেছে। হসপিটাল সূত্রে খবর, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তিনি ডাক্তারদের নজরদারিতে রয়েছে। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। প্রথমে তার বিভিন্ন প্রকার টেস্ট করা হলেও বুকে ব্যথার কারণ খুঁজে পাননি ডাক্তাররা। অতঃপর কাল আবার পুনরায় টেস্ট করা হলে জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। তখনই তড়িঘড়ি করে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয় লাহোর হসপিটালে।
ইনজামাম-উল-হক পাকিস্তানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। তিনি ২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে বর্তমানে উপদেষ্টা রূপে কাজ করে যাচ্ছিলেন। তাছাড়া বেশ কিছু দিন আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তানের ক্রিকেটে ইনজামাম উল হকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাকিস্তান ক্রিকেটে ওডিআই ফরমেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া টেস্ট ক্রিকেটে তিনি পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৯৯২ সালে পাকিস্তান বিশ্বকাপ জয়ী দলের তরুণ সদস্য ছিলেন ইনজামাম-উল-হক। ইনজামাম-উল-হক পাকিস্তান ক্রিকেট একজন ব্যাটসম্যান থেকে অধিনায়ক সর্বক্ষেত্রে সফল ব্যক্তি।
পাকিস্তানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে নাম আসে ইনজামাম-উল-হকের। তাই তার অসুস্থতার সাথে সাথে শোকের বার্তা এসেছে পাকিস্তান ক্রিকেটের উপর। মাত্র ৫১ বছর বয়সে এসে হার্ট অ্যাটাকে হসপিটালে ভর্তি রয়েছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার মতো একজন নিদের্শক প্রয়োজন ছিল পাকিস্তান টিমের জন্য। এখন লক্ষণীয় এইযে, কত তাড়াতাড়ি ইনজামাম-উল-হক তার এই অসুখ থেকে বেরিয়ে আবার ক্রিকেট অঙ্গনে ফিরে আসতে পারেন। ইতিমধ্যে ক্রিকেটের নানা প্রান্ত থেকে প্রার্থনা বার্তা পৌঁছে গেছে ইনজামাম-উল-হকের কাছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরেও পাকিস্তান ক্রিকেট দলের মুখ্য নির্বাচক থেকে ব্যাটিং কনসালটেন্ট, একাধিক দায়িত্ব পালন করে আসছেন।
