Connect with us

Cric Gossip

PSL 2022: ঝড়ের গতিতে ছুটছেন হেলমেট-ব্যাট! অশোভনীয় আচরণের জন্য জেমস ফকনারকে গ্রেপ্তারের আবেদন প্রাক্তন এই পাক্ ক্রিকেটারের

Advertisement

পাকিস্তান সুপার লিগে ঘটে যাওয়া অশোভনীয় ঘটনাটি যে এত দূর অব্দি গড়াবে সে কে বা জানতো! অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার সম্প্রতি পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণ করেছিলেন। তবে পাকিস্তান সুপার লিগের আসরের সমাপ্তি হওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিপক্ষে একাধিক প্রশ্ন তুলে মাঝপথেই খেলা ছেড়ে দেশে ফিরেছেন তিনি। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং জেমস ফকনারের কথোপকথন উত্তেজনার পারদ উত্তীর্ণ করেছেন। পাকিস্তান ছাড়ার পূর্বে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যে অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি সেই অর্থ তাকে প্রদান করা হয়নি।

এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়। এমনকি জেমস ফকনার যে পাঁচ তারকা হোটেলে অবস্থান করছিলেন সেই পাঁচ তারকা হোটেলে তার সাথে আলাপ করতে পৌঁছেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকের সাথে কথোপকথনের পর আরো উত্তেজিত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তিনি তার খেলার ব্যাট এবং হেলমেট ছুড়ে ফেলেন বাইরে। যেগুলো গিয়ে হোটেলে ঝোলানো ঝাড়বাতিতে আঘাত হানে।

আর জেমস ফকনারের এমন কর্মকাণ্ডে তাকে এক হাতে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাট। তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন,”পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে একাধিক ঘৃণ্যময় প্রশ্ন তোলার জন্য রিমান্ডে নেওয়া হোক জেমস ফকনারকে। তাছাড়া একেবারে যুক্তিহীন একটি অভিযোগ করেছিল। পরে তাতে কাজ হচ্ছে না দেখে, মদ্যপ অবস্থায় জেমস ফকনার হেলমেট ছুড়ে ফেলে। ও সম্পত্তির ক্ষতি করার পাশপাশি লোকেদের সঙ্গে অশোভন আচরণ করে। (হোটেলের) ঝাড়বাতিতে হেলমেটটা এখনও রয়েছে। ওকে তো হেফাজতে নেওয়া উচিত ছিল। বাতির নীচে লোকজন দাঁড়িয়ে ছিল। ওদের ওর ওটা ভেঙে পড়লে কী হত? হেলমেটে যদি কেউ আহত হত, তখন কে তার দায় নিত?’

Advertisement

#Trending

More in Cric Gossip