
দক্ষিণ আফ্রিকা সফর করার পূর্বে গতকাল সাংবাদিক বৈঠকে বসেছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক পদ থেকে সরানোর পর এখনো পর্যন্ত একটি কথাও শোনা যায়নি তার মুখে। এমনকি সোশ্যাল মিডিয়ায় কোন রকম প্রতিক্রিয়া দেখাননি বিরাট কোহলি। তবে বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে যে বোমা ফাটাবেন সে আন্দাজ করেছিল ক্রিকেটপ্রেমীরা। আর ঠিক তেমনটাই হয়েছিল গত কালকের সাংবাদিক বৈঠকে। প্রোটিয়া সফরে যাওয়ার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি। আর সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করেছেন তিনি। যদিও বিরাট কোহলির অভিযোগগুলির সত্যতা যাচাই করেনি কোন সংবাদ মাধ্যম।
আমি আমার অধিনায়কত্বে ভারতকে একটিও আইসিসি ট্রফি উপহার দিতে পারেনি। এটি আমার অধিনায়ক জীবনে চরম ব্যর্থতা। ওডিআই ক্রিকেট কেন দরকার পড়লে টেস্ট ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরানো হোক আমাকে। কিন্তু আমি বিগত দিনে যেমন আগ্রাসী মনোভাবে খেলেছি আগামী দিনেও তেমন আগ্রাসী মনোভাবে খেলব। রোহিত শর্মার সাথে কোন ধরনের মনোমালিন্য নেই আমার। যতটা সম্ভব খেলার মধ্যে তাকে সাহায্য করার চেষ্টা করব আমি।
এদিন কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে তাঁর কোনও সমস্যাই নেই। কোহলি এদিন বলেছেন, রোহিত ভাল ক্যাপ্টেন। ওর বেশ কিছু সিদ্ধান্ত দলের স্বার্থে ইতিপূর্বে ভাল বলে প্রমাণিত হয়েছে। ও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপ এনে দিয়েছে। নিদাহাস ট্রফিতে দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন রোহিত শর্মা। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে সবচেয়ে সফলতম অধিনায়ক তিনি। তাই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা মানেই নিঃসন্দেহে বোকামি। আমি ওর ক্যাপ্টেন্সিতে খেলব। দলে রোহিত শর্মা আমার খুব ভালো বন্ধু। ওর নেতৃত্বে খেলতে আমার কোন অসুবিধা নেই।
