
গত ১৫ই জানুয়ারি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছড়ার নির্ণয় নিয়েছেন ভারতীয় সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতে রীতিমত অবাক হয়ে গেছে আপামর ক্রিকেটপ্রেমীরা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চ কর্মকর্তাদের প্রতিক্রিয়া ছিল একদমই আলাদা। যেন তারা জানতেন বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়বেন। এদিকে বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী হাজারো প্রশ্নে বিদ্ধ। এমন পরিস্থিতিতে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিলেন অনুষ্কা শর্মা।
তিনি ইনস্টাগ্রামে বিরাট কোহলির একটি ছবির নিচে লিখেছেন, “আমার সেদিনের কথা আজও মনে পড়ে। ৭ বছর আগে তুমি যখন আমাকে বলেছিলে মহেন্দ্র সিং ধোনি তোমাকে টেস্ট ক্রিকেটের নেতা হিসেবে দায়িত্ব দিয়েছে, সেদিন তোমার মুখের হাসি ছিল হৃদয় স্পর্শি। পৃথিবীতে কোন মানুষ ত্রুটিহীন হতে পারে না। তুমিও হয়তো সেটাই। আমার এখনো মনে আছে, যেদিন তুমি অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলে সেদিন মহেন্দ্র সিং ধোনি তোমাকে বলেছিল, এবার তোমার চুল দাড়ি পাকার সময় এসে গেছে। আমি সেই ভবিষ্যৎ বাণীর সত্যতা দেখেছি। তোমার চুলের রং কালো থেকে ধূসর হতে দেখেছি। আর দেখেছি একজন মানুষকে পূর্ণতা পেতে।”
অনুষ্কা শর্মা তার বক্তব্যে আরও লিখেছেন, “ভারতীয় দলে তোমার পদোন্নতি এবং অবদানের জন্য আমি গর্বিত। কিছু হোক না হোক তুমি অন্তরের সাফল্য অর্জন করেছো। সিংহাসনের প্রতি কখনো লোভ ছিল না তোমার। নিজের সর্বোচ্চটা দিয়ে সর্বদা মাঠে পারফরম্যান্স করার চেষ্টা করেছ তুমি। পৃথিবীতে কোন মানুষ নিখুঁত নয়। তবে তুমি সর্বদা সত্য কথা বলেছ। আর সেটাই একজন মানুষের পক্ষে সবচেয়ে কঠিন কাজ। আমি প্রার্থনা করি, তুমি দীর্ঘ ৭ বছরে যে জ্ঞান অর্জন করেছো তা আমাদের মেয়ের মধ্য দিয়েও প্রবাহিত হোক। নিজের সমস্ত শক্তি দিয়ে জয় আনার চেষ্টা তুমি করেছ। আমি নিজে তোমার পাশে বসে তোমার চোখে অশ্রু গড়িয়ে যেতে দেখেছি।”
View this post on Instagram
