Connect with us

Cricket News

Rahul Dravid: রাহুল দ্রাবিড়ের পরামর্শে সফল আমি, মায়ানক আগারওয়ালকে কী পরামর্শ দিয়েছিলেন

Advertisement

বর্তমানে ভারতীয় ক্রিকেটে যুগের পরিবর্তন চলছে। এক যুগের অবসান ঘটে অন্য যুগের সূত্রপাত। অর্থাৎ বিরাট কোহলি যুগের অবসান ঘটে শুরু হল রোহিত শর্মার যুগ। টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটে আগামী দিনে ভারতের হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। শুধু মাত্র এখানেই থেমে নেই রোহিত শর্মা, টেস্ট ক্রিকেটে বিশাল পদোন্নতি পেয়েছেন তিনি। সাধারণ ব্যাটসম্যান থেকে হয়েছেন সহ-অধিনায়ক। বিরাট কোহলির হাতে একমাত্র টেস্ট ক্রিকেটের দায়িত্ব। যুগের এই পরিবর্তনে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

এরইমধ্যে ভারতীয় ব্যাটসম্যান মায়ানক আগারওয়াল সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার দুর্দান্ত প্রত্যাবর্তন কিভাবে সম্ভব হয়েছে সেই প্রসঙ্গে বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন সম্ভব হয়েছে রাহুল দ্রাবিড়ের জন্য। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও তাঁর পরামর্শ অনুযায়ী মাঠে নেমে সাফল্য পেয়েছে আমি। মায়ানক আগারওয়াল বলেন, রাহুল ভাই আমাকে বলেন “নিজের আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। আমি জানি এখন তোমার ব্যাট থেকে রান আসছে না। তাই বলে যে আর কখনো রান আসবে না এটা ভেবে বোসো না।”

মায়ানক আগারওয়াল আরো বলেন, আমি আমার খেলার টেকনিক প্রসঙ্গে রাহুল ভাইকে প্রশ্ন করি সেখানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা। রাহুল ভাই সরাসরি জবাব দেন,”তার কোন দরকার নেই। তুমি তোমার স্বাভাবিক খেলা খেলো। এর আগেও তুমি এই টেকনিকে ব্যাটিং করে রান পেয়েছো। শুধুমাত্র মনোনিবেশ করার চেষ্টা করো। দেখবে এই টেকনিক ব্যবহার করে তুমি রান করতে পারবে।” আর পরের ম্যাচে ঠিক আমার সাথে তেমনটাই ঘটলো।

রাহুল ভাইয়ের কথা মেনে দ্বিধাহীনভাবে ব্যাটিং করতে নেমে দীর্ঘদিন পরে সাফল্য আসলো আমার ঝুলিতে। অথচ আমার মধ্যে কোন কিছুর পরিবর্তন করানোর প্রয়োজন মনে করেননি তিনি। কত সহজে মনোবল বাড়িয়ে দিলেন আমার। তার পরামর্শ ব্যতীত দক্ষিণ আফ্রিকা সফরে আমার নাম নথিভুক্ত হওয়া এককথায় অসম্ভব ছিল।

Advertisement

#Trending

More in Cricket News