
সম্প্রতি ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে অন্যতম ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে সংবাদমাধ্যম উত্তপ্ত রয়েছে। তার একটাই কারণ, সেটা হলো ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজে পরাজিত হওয়ার পর বিরাট কোহলি ক্রিকেটের সবচেয়ে লম্বা ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের সব থেকে সংক্ষিপ্ত ফরমাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি।যদিও একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড একাধিক যুক্তির মাধ্যমে সাদা বলে রহিত শর্মাকে নেতা ঘোষণা করে।
ইতিমধ্যে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে এবং বিপক্ষে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে এই প্রসঙ্গ নিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ খোলাখুলি মুখ খুলেছিলেন। তিনি সংবাদমাধ্যমে সরাসরি বলেন,”বিরাট কোহলি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে রোহিত শর্মা এবং কে এল রাহুল। তাই বিরাট কোহলির সাথে অন্যায় হতে দেখেও তারা নিশ্চুপ।”
এবার পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার এদিন তার ইউটিউব চ্যানেলে বিরাট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন,”আমাকে এক ভারতীয় সংবাদিক বলেছিলেন বিরাট কোহলি বাধ্য হয়ে অধিনায়কত্ব ছাড়বেন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে তেমনটাই হল বিরাট কোহলি সাথে। আমি ওই সাংবাদিকের নাম বলবো না, কিন্তু তিনি যে শতভাগ সঠিক ছিলেন এই বিষয়ে তাতে সন্দেহ নেই। তবে এতে ভারতীয় দল কতটা শক্তিশালী হলো সেটা সময় বলবে। তিনি রবি শাস্ত্রী প্রসঙ্গ নিয়ে বলেন, শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের অভিভাবক ছিলেন। দুর্দান্ত কাজ করেছেন তিনি।”
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এদিন আরো বলেন, “বিরাট কোহলি নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেননি। তিনি এটা করতে বাধ্য হয়েছেন, এটা সবাই জানে। তবে এই প্রসঙ্গ নিয়ে কেউ কোনো কথা বলবেন না। এই মুহূর্তে সময়টা ভালো যাচ্ছে না তার, তবে তিনি মানসিকভাবে খুব শক্তিশালী খেলোয়াড়। তার যোগ্যতা নিয়ে খুব কমই কেউ সন্দেহ করবে। তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার। তার জন্যও হঠাৎ এত ঘটনা একসাথে ঘটে যাওয়াটা একটা ধাক্কার চেয়ে কম কিছু নয়। তিনি খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করবেন।”
