
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সোমবার জানায় যে কোভিড-১৯ পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও তারা নির্ধারিত সময় অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণের ফাইনাল ১৮ থেকে ২২ জুন সাউদাম্পটনের এজিয়াস বোলে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে।
বর্তমানে ভারত কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় তরঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে ব্রিটেনে কোনও ভারতীয় যেতে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। ২৪ এপ্রিল থেকে কার্যকরী হবে এই নিয়ম। তবে, আইসিসি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানটি মঞ্চস্থ করার ব্যাপারে আত্মবিশ্বাসী। আইসিসির একজন মুখপাত্র বলেন, “আমরা বর্তমানে ব্রিটেনে সরকারের সাথে আলোচনা করছি যে লাল তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে কী কী নিয়ম কার্যকরী করা হচ্ছে।
“ইসিবি এবং অন্যান্য সদস্যরা দেখিয়েছেন কিভাবে আমরা মহামারীর মাঝে নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চস্থ করতে পারি এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা এটি চালিয়ে যেতে পারব এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ব্রিটেনেই জুন মাসে পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।” ভারত এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ২-১ এ টেস্ট সিরিজে স্মরণীয় জয় নিশ্চিত করে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ভারত। বিরাট কোহলির প্রথম আইসিসি ট্রফি জয়ের আরও একটি সুযোগ রয়েছে।
