Connect with us

Cricket News

World Best ODI XI: প্রকাশিত হল আইসিসির বর্ষসেরা ওডিআই একাদশ! বাংলাদেশের ৩ ক্রিকেটার থাকলেও দেখা নেই রোহিত-কোহলিদের

Advertisement

কিছুদিন পূর্বে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা বাবর আজমকে অধিনায়ক করে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছিল। যেখানে প্রথম একাদশে সুযোগ পাননি কোন ভারতীয় ক্রিকেটার। এবার আইসিসি বর্ষসেরা ওডিআই একাদশ ঘোষণা করল। তবে হতাশার সাথে বলতে হচ্ছে, আইসিসি ঘোষিত বর্ষসেরা ওডিআই স্কোয়াড়ে সুযোগ পাননি ভারতীয় কোন ক্রিকেটার। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার এবং পাকিস্তান থেকে দুই ক্রিকেটার একাদশে থাকলেও দেখা নেই বিরাট-রোহিতের।

বর্ষসেরা একাদশে অধিনায়ক হিসেবে আইসিসির নজর কেড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জানেমন মালান। মিডল অর্ডারে রয়েছেন অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফখর জামান। এছাড়া মিডল অর্ডারে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম।

দলে অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং শ্রীলংকান স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা। পেস বোলারের ক্ষেত্রেও জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সামিকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, আয়ারল্যান্ডের সিমি সিং এবং শ্রীলঙ্কান ক্রিকেটার দুষ্মন্ত চামিরা।

আইসিসির বর্ষসেরা ODI একাদশ: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমন মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ভ্যান ডার দাসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটকিপার, বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড), দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা)।

Advertisement

#Trending

More in Cricket News