Connect with us

Cricket News

T20 World Cup: ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অ্যান্থেম

Advertisement

আইপিএলের সূত্র ধরে ক্রিকেট উন্মাদনা চলছে। এর মাঝেই সকলের উন্মাদনা দ্বিগুণ করে দিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যান্থেম প্রকাশ করল আইসিসি। প্রকাশিত হওয়া অ্যান্থেমের নাম ‘লিভ দ্যা গেম’। এই অ্যান্থেমের পুরো ভিডিওটি অ্যানিমেটেড। এই ভিডিওটিতে অ্যানিমেটেড চরিত্রেই দেখা মিলেছে বিরাট কোহলি, কায়রন পোলার্ড, রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েলদের। ইতিমধ্যেই সকলের পছন্দ করেছেন ভিডিওটি।

আগামী ১৭-ই অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিন ওমান ভার্সেস পাপুয়া নিউগিনি, এই গ্রুপ বি-এর ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঐদিনই গ্রুপ বি-এর অপর ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে স্কটল্যান্ড। এরপর ১৮-ই অক্টোবর অনুষ্ঠিত হবে গ্রুপ এ-এর দুটি ম্যাচ। গ্রুপ ‘এ’ এবং ‘বি’ থেকে দু’টি করে দল সুপার টুয়েলভে সরাসরি যোগ্যতা অর্জন করা ৮টি দলের সঙ্গে যোগদান করবে।

দুবাইয়ে ২৪-শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অভিযান শুরু করবে ইন্ডিয়া। ঐ মাসের ৩১ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট কোহলিরা। এরপর আবু ধাবিতে আফগানিস্তানের সঙ্গে গ্রুপ লিগের ম্যাচ রয়েছে ৩-রা নভেম্বর।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেবে বিরাট কোহলি। অতএব, খুব স্বাভাবিক ভাবেই ইন্ডিয়ার অধিনায়ক প্রাণপণে চাইবেন ভারতকে সাফল্য দিয়েই নিজের অধিনায়কত্ব ছাড়তে। এখন শুধু খেলা শুরু হওয়ার অপেক্ষা। জোরকদমে চলছে প্রস্তুতি। এখন এটাই দেখার ভারতকে কতটা সাফল্য এনে দিতে পারে এই বিরাট কোহলির দল।

Advertisement

#Trending

More in Cricket News