Connect with us

Cricket News

Hardik Pandya: ‘চাইলে আমরা এখনও দুটি টিম তৈরি করতে পারি’, বললেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া

  • by

Advertisement

ভারতীয় ক্রিকেট ইতিহাসে যেন প্রতিভার অভাব কখনোই পড়েনি। একের পর এক উত্থান হয়েছে এক এক জন তারকা ক্রিকেটারের। ভারতীয় সিনিয়র দল বর্তমানে ইংল্যান্ড সফরে ব্যস্ত আছে। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারতীয় জুনিয়র দল শ্রীলঙ্কা সফরে নিজেদের অভিজ্ঞতা উজাড় করে দিচ্ছেন। শেখর ধাওয়ান এর নেতৃত্বে সেখানে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতে নিয়েছে।

এই সময় ভারতীয় দল একসাথে দু’দেশের মোকাবেলা করছে। সিনিয়র ক্রিকেট দল বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ড এবং জুনিয়র ক্রিকেট দল শেখর ধাওয়ান এর নেতৃত্বে শ্রীলঙ্কা সফর করছে। শ্রীলঙ্কায় ভারতীয় জুনিয়র দল পাঠানোয় তাদের অপমান করা হয়েছে বলে দাবি করেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা। তিনি বলেন, যে দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহর মত ক্রিকেটার নেই সেই দল পাঠিয়ে ভারত আমাদের অপমান করেছে। তার জবাবে এবার মুখ খুললেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

তিনি শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এক সাংবাদিক বৈঠকে বলেন, ভারত চাইলে এমন আরো দুটো টিম তৈরি করতে সক্ষম এবং সেই টিম সমান শক্তিশালী হবে। যে টিম পৃথিবীর যে কোন দেশের সাথে মোকাবেলা করতে সক্ষম হবে। মনে করা হচ্ছে, অর্জুনা রানাতুঙ্গার করা মন্তব্যের যোগ্য জবাব দেওয়ার জন্য হার্দিক পান্ডিয়া এমন উক্তি প্রকাশ করেন। ভারত শ্রীলংকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে। ২৫ তারিখ রাত আটটা থেকে শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে নীল বাহিনী।

Advertisement

#Trending

More in Cricket News