Connect with us

Cricket News

ভারতকে হালকাভাবে নিলেই বিপদ, ব্রিসবেন টেস্টের আগে বললেন ন্যাথান লিও

Advertisement

কাল থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। সিরিজের ফলাফল বর্তমানে ১-১ থাকায় শেষ ম্যাচ জিতে টেস্ট সিরিজ পকেটে পোরাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। যদিও ব্রিসবেনে নামার আগে ভারতের চিন্তার কারণ চোট সমস্যা। একাধিক প্লেয়ার চোট পেয়ে বসে আছেন।

ম্যাচের আগের দিন অজি মিডিয়া দলের একজন এত চোট-আঘাতের মাঝেও কীভাবে এমন আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া জানতে চেয়েছিল ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের কাছে। যে প্রশ্নের উত্তরে বিক্রম বলেছেন, “মানসিক কাঠিন্য আসে প্রস্তুতি থেকে। শুধু এই সিরিজের জন্য়ই নয়, গত বেশ কয়েক বছর ধরে ছেলেরা দারুণ খাটছে। ওদের দক্ষতার উপর যথেষ্ট আস্থা রয়েছে আমাদের। সিডনি টেস্টের পরও সেই বিষয়টাই কোচিং স্টাফদের পক্ষ থেকে ছেলেদের মনে করিয়ে দেওয়া হয়েছে। তোমরা নিজেদের ছন্দেই প্রস্তুত হও। আর একটা ইনিংস কখনই একটা দলের পরিচয় হতে পারে না।”

গাব্বায় ত্রয়োদশ অস্ট্রেলিয়ান হিসেবে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামা নাথান লিও তাই সতীর্থদের সতর্ক করে বলে রেখেছেন, “এগিয়ে থেকে অজিরা টেস্ট খেলতে নামছে, এমন ধারণার কোনও অবকাশ নেই। ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটার চোট পেলেও ওদের স্কোয়াডে একাধিক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।”

পরিসংখ্যানের খাতা বলছে, ব্রিসবেনে খেলা ৫৫ টেস্টের মধ্যে ৩৩টিতেই জিতেছে অস্ট্রেলিয়া, ড্র করেছে ১৩টিতে, আর হেরেছে মাত্র ৮টিতে। বাউন্সে ভরা গতিময় যে উইকেটে অজি পেসাররা যে আগের টেস্টগুলোর মতোই বাউন্সার বর্ষণের ধারা বজায় রাখবেন তা বলাই যায়, তার মাঝে ভারতীয় দলে নেই একাধিক ক্রিকেটার।

খাতায়-কলমের বিচারে অজিরা এগিয়ে থাকলেও মোমেন্টাম বা ভালো ক্রিকেটের রেশ কিন্তু রয়েছে রাহানে ব্রিগেডের পক্ষেই। এখন দেখার শেষ ম্যাচে কী হয়।

Advertisement

#Trending

More in Cricket News