Connect with us

Cricket News

World Cup 2021: ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুবার টস! কারণ জানালেন কুমার সাঙ্গাকারা

  • by

Advertisement

২০১১ সালের বিশ্বকাপ ভারতীয়দের জন্য গৌরবের এক অধ্যায়। দীর্ঘ ২৮ বছর অপেক্ষার পর মহেন্দ্র সিং ধোনির হাত দিয়ে ভারতের খাতায় যুক্ত হয় আরো একটি বিশ্বকাপ শিরোপা। এই বিশ্বকাপে টস নিয়ে বিতর্ক দেখা যায় অনেক ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এমনকি সংবাদমাধ্যমেও এ নিয়ে আলোচনা করতে দেখা গেছে বহুবার। কেন সেদিন মহেন্দ্র সিং ধোনি দুবার টস করেছিলেন? দীর্ঘ এক দশক পর সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন শ্রীলংকান ক্যাপ্টেন কুমার সাঙ্গাকারা। তিনি জানালেন ঐদিন দুবার টস করার আসল কারণ।

কুমার সাঙ্গাকারা বলেন, আমরা ভারতের মাটিতে ফাইনাল খেলছিলাম। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তখন জনসমুদ্র। পাশাপাশি কথা বললেও ক্রিকেটপ্রেমীদের চিৎকারে সেটাও পর্যন্ত শোনা কষ্টসাধ্য হয়ে পড়ছিল। ভারতের মাটিতে ভারত বিশ্বকাপের ফাইনাল খেলবে তাই উত্তেজনা হবে এটা স্বাভাবিক। সেদিন মহেন্দ্র সিং ধোনি যখন টস করলে আমি ‘হেড’ কল করি। কিন্তু ওই চিৎকারে মহেন্দ্র সিং ধোনি সেটা শুনতে পাননি। তিনি ভেবেছিলেন আমি ‘টেল’ কল করেছি। সেটা নিয়ে মহেন্দ্র সিং ধোনি এবং আমার মধ্যে দ্বিমত হচ্ছে দেখে ম্যাচ অ্যাম্পিয়ার দ্বিতীয়বার টস করার জন্য বলেন। আমি জানতাম মহেন্দ্র সিং ধোনি সেদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। যাই হোক দ্বিতীয় টসেও আমি জিতি।

খেলার মাঝে হারজিত অবশ্যই থাকবে। ঐদিন ফাইনালে হেরে আমাদের মনোবল একদম শূন্যের কোটায় পৌঁছে গিয়েছিল। যাই হোক ভারত ভালো খেলে তাদের যোগ্যতা প্রমাণ করেছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করতে পারে। দীর্ঘ ২৮ বছর পর শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাজিত করে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। সেই দিনটি ভারতীয়দের জন্য আজও স্বপ্নের পাতায় চিরজাগ্রত। কুমার সাঙ্গাকারা বলেন, হার বা জিত যে কোন খেলায় থাকবে। তাই বলে ঐদিন খেলার শেষে আমাদের মুখের হাসির পিছনে লুকিয়ে ছিল এক হৃদয় ভরা কান্না।

Advertisement

#Trending

More in Cricket News