
রোহিত-ঋষভদের ঘটনার রেশ কাটতে না কটাতেই আরো এক চাঞ্চল্যকর ঘটনা। এবার বিতর্কে জড়াল বিরাট কোহলি (Virat Kohli)-হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নাম। গত ডিসেম্বরে এই দুই ক্রিকেটারও কোভিড (Covid-19) সংক্রান্ত নিয়ম ভেঙেছেন। এমনই অভিযোগ করেছে অস্ট্রেলিয়ার (Australia) সংবাদমাধ্যম। আর এই নিয়েই আবার নতুন একটা বিতর্ক শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত-অস্ট্রেলিয়া সীমিত ওভারের টুর্নামেন্টের সময়ই নাকি নিয়মভঙ্গ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া। দু’জনের মধ্যে কোহলি শীঘ্রই বাবা হতে চলেছেন। অন্যদিকে, পাণ্ডিয়া সদ্য পিতৃত্বের স্বাদ পেয়েছেন।
অজি সংবাদমাধ্যমের অভিযোগ, ৭ ডিসেম্বর একটি খেলনার দোকানে গিয়ে কেনাকাটা করেছিলেন কোহলি-পাণ্ডিয়া। আর সেসময় নিয়ম মেনে দু’জনের কেউ মাস্ক পরে ছিলেন না। শুধু তাই নয়, দোকানের ভিতরে দাঁড়িয়ে ছবিও তোলেন। ইনস্টাগ্রামের সেই ছবি পোস্টও করা হয়। যা এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে । আর এই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে হাবভাবে বোঝানো হয়েছে, বিরাটদের বিষয়টিকে তাঁরা অতটা গুরুত্ব না দিলেও, রোহিতদের ঘটনায় কিন্তু তাঁরা কিছুটা হলেও বিরক্ত। তবে ক্রীড়া বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, এ সবই অজি মিডিয়ার পক্ষ থেকে টিম ইন্ডিয়ার উপর চাপ বাড়ানোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
