
আজ ৩৮ বছরে পা দিলেন বাংলা তথা ভারতের গর্ব মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে তিনি একমাত্র ক্রিকেটার যিনি ২০০ উইকেট সংগ্রহ করেছেন। তার জন্মদিনে শুভেচ্ছা জানানো হয় আইসিসির পক্ষ থেকে।
☝️ The only bowler to take 200 wickets in women's ODIs
🏅 Two-time Women's @cricketworldcup finalist
🙌 A trailblazer in women's cricket and an inspiration to manyHappy birthday to the legendary India bowler, @JhulanG10! pic.twitter.com/Ngh0Br22ke
— ICC (@ICC) November 25, 2020
বিসিসিআই মহিলা ক্রিকেট দলের পক্ষ থেকে টুইটারে ঝুলন গোস্বামী কে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া তাকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার থেকে শুরু করে তার ভক্তরাও। বাংলা তথা ভারতবর্ষের গর্ব ঝুলন গোস্বামীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হল।
Leading wicket-taker in WODIs 🔝
First bowler to take 300 wickets in women’s intl. cricket 👌👌
Wishing the legendary #TeamIndia pacer @JhulanG10 a very happy birthday. 🎂👏
Relive her 4-wicket haul against England 📽️👇
Click here 👉🏻 https://t.co/WF150rdWJJ pic.twitter.com/fQLCrD4wbP
— BCCI Women (@BCCIWomen) November 25, 2020
এই বিশেষ দিনে ভারতের অন্যতম সেরা মহিলাকে ক্রিকেটার ঝুলন গোস্বামী উপস্থিত ছিলেন ইডেনে। এখানে আজ বিকল ৪ টে থেকে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ক্লাব ও তপন মেমোরিয়ালের মধ্যে। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের এই ম্যাচ শুরু হওয়ার আগে ইডেনে ঘন্টা বাজিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ও তপন মেমোরিয়াল ক্লাবের ম্যাচ শুরু করলেন তিনি। আজ তার জন্মদিনে সিএবি এইভাবে শুভেচ্ছা জানাল। এছাড়া জায়ান্ট স্ক্রিনেও হ্যাপি বার্থডে ঝুলন গোস্বামী কথাটা লক্ষ্য করা যায়।
