Connect with us

Cricket News

Virat Kohli: বিদায় বক্তব্যে ধোনি-শাস্ত্রীকে ধন্যবাদ জানালেও রাহুল-সৌরভের নাম উচ্চারণ করেননি কোহলি, কিন্তু কেন? জল্পনা তুঙ্গে

Advertisement

গতকাল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি এই প্রসঙ্গে দীর্ঘ বক্তব্যের একটি চিঠি লিখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নিকট। তিনি তার লেখনীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। এছাড়া তিনি ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে তিনি গাড়ির ইঞ্জিন বলে অভিহিত করেছেন এবং তার কাছেও কৃতজ্ঞ থাকার কথা উল্লেখ করেছেন বিরাট কোহলি।


তবে বিরাট কোহলির ঘোষণাপত্রে সবচেয়ে বেশি বার উল্লেখ করেছেন মহেন্দ্র সিং ধোনির। কারণ আর কিছুই নয়, ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি নিজের স্থানে বিরাট কোহলিকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিয়োজিত করেছিলেন। বিরাট কোহলি ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারেন এই ভরসা প্রথম মহেন্দ্র সিং ধোনি করেছিলেন। তাই মহেন্দ্র সিং ধোনির নাম তিনি বারবার উল্লেখ করেছেন।

তবে আশ্চর্য হলেও সত্যি যে, বিরাট কোহলি তাঁর ঘোষণাপত্রে একবারের জন্যেও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কিংবা বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের নাম উল্লেখ করেননি। বিষয়টি নিয়ে রীতিমতো উত্তপ্ত রয়েছে সোশ্যাল মিডিয়া। কেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভকে ধন্যবাদ জানালেন না? এই প্রশ্ন এখন সবার মুখে।

বিরাট কোহলি তাঁর ঘোষণাপত্রে একাধিকবার মহেন্দ্র সিং ধোনি এবং রবি শাস্ত্রী সমেত ক্রিকেট দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তবে রাহুল দ্রাবিড় কিংবা সৌরভ গাঙ্গুলীর বিষয়ে একটিও মন্তব্য করেননি তিনি। অবশ্য এর পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলিকে রীতিমতো একঘরে করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলীর সাথে তার দ্বিমত এই ঘটনার পেছনে মূল কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News