Connect with us

Cricket News

বলের চেয়ে রান বেশি, টেস্ট ম্যাচ টি-টোয়েন্টির আদলে খেলছেন ঋশভ পন্থ

Advertisement

ইংল্যান্ডের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পরছে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার। ভারতের সামনে এখন রানের পাহাড়। ইন্ডিয়া ইতিমধ্যেই চারটি উইকেট হারিয়েছে কিন্তু রান মাত্র 150 রান ছাড়িয়েছে। এই সময় ভারতীয় ব্যাটসম্যানদের ধরে খেলার কথা কারন এখন একটি উইকেট হারানো ভারতীয় দলের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। কিন্তু দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋশভ পন্থ রান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ফলস্বরুপ তিনি টেস্ট ম্যাচ টি-টোয়েন্টির আদলে খেলছেন। তাঁর ব্যাটিং এর মধ্যে অস্থিরতা বিদ্যমান।

ভারতীয় দলের দুই ওপেনার গিল এবং রোহিত তাদের উইকেট হারান। রোহিতের আউট হওয়ার পর পুজারা গিল যোগদান করেন এবং এই জুটি দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন। উভয় ব্যাটসম্যানই ক্রিজে ভাল খেলছিলেন, কিন্তু গিল (২৯) আর্চারের কাছে তার উইকেট হারায়, ভারত ৪৪ রানে ২ উইকেট হারায়।

অধিনায়ক বিরাট কোহলি এরপর মাঠে নামেন। তাঁর থেকে একটি বড় রান আসা করেছিলেন ভক্তরা। কিন্তু ৪৮ বলে মাত্র ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট। ডম বেসের বলে ক্যাচ আউট হন তিনি। অন্যদিকে রাহানেও ডম বেসের বলে ক্যাচ আউট হন।

আপাতত ভারতীয় দলের প্রাচীর পুজারা ক্রিজে টিকে রয়েছেন। ১০৮ বলে হাফ সেঞ্চুরি অতিক্রম করেছেন তিনি। পন্থের সাথে একটি দীর্ঘ পার্টনারশিপ তৈরি করতে চাইবেন তিনি। কিন্তু পন্থের এই মরিয়া ব্যাটিং ভারতীয় দলের জন্য কতটা সুবিধা আনতে পারবে সেটাই প্রশ্ন। ব্যাটিং এর শুরুর দিকেই ৪ টি উইকেট হারান সত্যিই হতাশাজনক।এই টেস্ট যে ইংল্যান্ড দল হারছে না সেটা নিশ্চিত। টেস্ট ড্র হবার সম্ভাবনাও ধীরেধীরে ক্ষীণ হচ্ছে।

Advertisement

#Trending

More in Cricket News