Connect with us

Cricket News

Indian Cricket Team: ভবিষ্যতে এই ৩ ক্রিকেটার হতে পারেন ভারতের বিধ্বংসী ওপেনার

Advertisement

বীরেন্দ্র শেওয়াগের পরে ভারতীয় দলে সবচেয়ে বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিজের ক্যারিয়ার দুর্দান্ত শুরু করেছিলেন শিখর ধাওয়ানও। বর্তমানে রোহিত শর্মার সাথে দুর্দান্ত ওপেনিং করছেন কে এল রাহুল। ৩৬ বছর বয়স্ক শিখর ধাওয়ান ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। রোহিত শর্মা বর্তমানে ৩৪ বছরে পদার্পণ করেছেন। আসন্ন ২০২৩ ওডিআই বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন শিখর ধাওয়ান। সেই দলে নাম লেখাতে পারেন রোহিত শর্মাও। পরবর্তীতে ভারতীয় দলে ওপেনার হিসেবে এই তিনজন ব্যাটসম্যান বিধ্বংসী ব্যাটিং করতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

১. ঋতুরাজ গায়কোয়াড়: চেন্নাই সুপার কিংসের ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় চলতি মরশুমে ভারতীয় প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে টানা চারটি সেঞ্চুরি করে রীতিমতো তাক লাগিয়েছেন ক্রিকেট বিশ্বে। বিজয় হাজারে ট্রফিতে পাঁচ ইনিংস খেলে ৬০৩ রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দলে প্রবেশের মুখে দাঁড়িয়ে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ভবিষ্যতে ভারতীয় দলের প্রমুখ খেলোয়াড় হয়ে উঠবেন ঋতুরাজ, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২. ভেঙ্কটেশ আইয়ার: আইপিএলের শেষ অংশে এসে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। একাই কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে পৌঁছানোর পথ সুগম করেন তিনি। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটেছে ভেঙ্কটেশের। বিজয় হাজারে ট্রফিতে তিনি পরপর দুই ম্যাচে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়েছেন। যদিও ভেঙ্কটেশ আইয়ার পেস বোলিং অলরাউন্ডার, কিন্তু দলের প্রয়োজনে দুর্দান্ত ওপেনার হতে পারেন তিনি।

৩. দেবদত্ত পাদ্দিকল: ভারতীয় প্রিমিয়ার লিগে ২০ লক্ষ টাকায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান দেবদত্ত পাদ্দিকল। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স রীতিমতো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আসন্ন দিনে ভারত যে একজন দুর্দান্ত বাঁহাতি ওপেনার পেতে চলেছে তার ইঙ্গিত মিলেছে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে। শিখর ধাওয়ানের যোগ্য উত্তরসূরি হতে পারেন তিনি।

Advertisement

#Trending

More in Cricket News