Connect with us

Cricket News

Jasprit bumrah: টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড জসপ্রীত বুমরাহর! বিদেশের মাটিতে নজরকাড়া সাফল্য

Advertisement

টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড তৈরি করলেন ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহ। দেশের চেয়ে বিদেশের মাটিতে নজরকাড়া সাফল্য জসপ্রীত বুমরাহ। অবাক করা বিষয় হলো, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে জসপ্রীত বুমরাহর উইকেট সংখ্যা মাত্র চারটি। অন্যদিকে বিদেশের মাটিতে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০০। যা ক্রিকেট বিশ্বে রীতিমতো বিস্ময়কর ঘটনা। মাত্র ২২ টেস্ট ম্যাচের বিদেশের মাটিতে শত উইকেট সংগ্রহ করলেন জসপ্রীত বুমরাহ। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট দখল করে বিদেশের মাটিতে বিস্ময়কর রেকর্ড নিজের নামে করলেন জসপ্রীত বুমরাহ।

টেস্ট ক্রিকেটে জসপ্রীত বুমরাহ মোট ১০৪টি উইকেট নিয়েছেন। সেখানে অ্যাওয়ে টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ১০০। সে ক্ষেত্রে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বুমরাহ মাত্র ৪ উইকেট নিয়েছেন। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে ঘরের মাঠের চেয়ে বিদেশে অনেক বেশি সাফল্য পেয়েছেন বুমরাহ। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ভগবত চন্দ্রশেখর ২৫টি টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন।

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে এখনো পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে জসপ্রীত বুমরাহ ৪টি উইকেট দখল করেছেন। এখনো আজ পঞ্চম দিনের খেলা বাকি। তার আগেই বিদেশের মাটিতে ১০০টি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেললেন বুমরাহ। এই তালিকায় দুইয়ে রয়েছেন পাকিস্তানের মহম্মদ আমির। তিনি আবার মোট ১১৮টি টেস্ট উইকেট নিয়েছেন। তার মধ্যে বিদেশের মাটিতে ১০০ উইকেট নিয়েছেন তিনি। এদিকে ভারতীয় ক্রিকেটার জাহির খানের আবার মোট টেস্ট উইকেটের সংখ্যা ১৩৭। তার মধ্যে বিদেশের মাটিতে টেস্টে উইকেট নেওয়ার সেঞ্চুরি করেছেন জাহির।

Advertisement

#Trending

More in Cricket News