Connect with us

Cricket News

অভিষেক ম্যাচে প্রথম উইকেট নিলেন নভদীপ সাইনি, দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৬/২

Advertisement

সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬৬/২। ৬৭ রানে ব্যাট করছেন মার্নাস লাবুশেন, ৩১ রানে ব্যাট করছেন স্টিভ স্মিথ। এছাড়া উইল পুকভোস্কি করেন ১১০ বলে ৬২ রান।

সিডনি টেস্টে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অজি অধিনায়ক টিম পেইন। শুরুতেই উইকেট হারায় অজিরা। দলের তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৫ রানে আউট হন। তার আউটের কিছুক্ষণ পরইখেলাটা  বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খেলা শুরু হয়।

দুবার জীবন পেয়ে টেস্টের অভিষেক ম্যাচে ৬২ রান করছেন উইল পুকভস্কি। ১১০ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করার পর টেস্ট অভিষেক হওয়া নবদীপ সাইনির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের জুটি ক্রিজে থেকে অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১৪৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানে ব্যাট করছেন লাবুশেন। ৬৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানে ব্যাট করছেন স্টিভ স্মিথ। ভারতীয় বোলারদের মধ্যে নবদীপ সাইনি ও মহম্মদ সিরাজ ১টি করে উইকেট পান। এখন দেখার প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা কেমন কামব্যাক করতে পারে।

Advertisement

#Trending

More in Cricket News