
অপেক্ষার অবসান অবশেষে ভারত বনাম বাংলাদেশ শুরু হয়ে গেছে ইংল্যান্ড টসে জিতে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে শাহবাজ নাদিম, ওয়াশিংটন সুন্দর এবং আর অশ্বিন খেলছে। ইংল্যান্ড স্টুয়ার্ট ব্রডউপর জেমস এন্ডারসন বাছাই করেছে।
ইংল্যান্ড একাদশে খেলছে
রোরি বার্নস, ডমিনিক সিবলি, ড্যানিয়েল লরেন্স, জো রুট(সি), বেন স্টোকস, অলি পোপ, জস বাটলার(w), ডমিনিক বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ, জেমস এন্ডারসন।
ভারত একাদশে খেলছে
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(সি), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ(ডব্লিউ), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, শাহবাজ নাদিম।
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট – পিচ রিপোর্ট
পিচ দেখতে খুব তাজা লাগছে। ঘাস আছে কিন্তু বোল্ড এলাকায় প্যাচ আছে।পিচ অত্যন্ত কঠিন এবং দৃঢ় সূত্র মাধ্যম খবর।
