Connect with us

Cricket News

দ্বিতীয় দিনে বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ইংল্যান্ড, পাহাড় হয়ে দাঁড়িয়ে রুট, চাপে ভারত

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় দিনের টেস্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারতের মাটিতে ইংরেজ প্লেয়াররা বেশ সুবিধাজনক জায়গা করে নিয়েছেন। ব্রিটিশ অধিনায়ক জো রুট শতরান পার করে ফেলেছেন। তাঁর ঝড়ের ব্যাটিং এর সামনে ভারতের বোলারা ফিকে হয়ে পরছেন। ভারতের স্পিনবান্ধব পিচে বুমরাহ, আশ্বিন, ইশান্ত শর্মার বোলিং ক্যারিশমা বারেবারে ফেল করছে।

ইতিমধ্যে খেলা 100 ওভার বার করেছে। বার্নস ৬০ বলে ৩৩ রান, সিবলি ২৮৬ বলে ৮৭ রান করেছেন। মাঠে এখনও য রুট লড়াই চালিয়ে যাচ্ছেন। ২৫২ বলে তাঁর রানপ্রায় ১৫০ ছুই ছুই।অলরাউনডার স্টকস প্রায় ৬০ বলে ৩২ রান করে রুটের সাথে একটি দীর্ঘ পার্টনারশিপের দিকে এগচ্ছেন। অন্যদিকে ভারতীয় বোলাররা ৩ টি উইকেট তুলতে সক্ষম হয়েছেন এখনো পর্যন্ত এরমধ্যে জাসপ্রিত বুমরাহ দুটি এবং রবীচন্দ্রন অশ্বিন একটি উইকেট তুলেছেন।

বুমরা একের পর এক বাউন্স, ইয়োর্কার দিয়ে ভারতীয় দলকে ছন্দে ফেরানর প্রবল চেষ্টা করছেন। এই সময় ভারতের দরকার একটি উইকেট। কিন্তু ইংরেজ ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের গতিবিধি করে নিয়েছেন তারাও সতর্ক ও সাবলীলভাবে শর্ট খেলছেন। পাশাপাশি কোন রান না করেই প্যাভিলিয়ন এ ফিরে গেছেন ডান লরেন্সে। ভারতীয় বোলার ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ নাদিম এখন পর্যন্ত কোন উইকেট পাননি। ইংল্যান্ডকে ৪০০ রানে বেধে রাখতে মরিয়া হবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য নিজের সর্বস্ব দিয়ে খেলছেন ইংরেজ ব্যাটসম্যানরা।

Advertisement

#Trending

More in Cricket News