Connect with us

Cricket News

IND vs ENG : তৃতীয় টি-টোয়েন্টির আগে কোন দল এগিয়ে? দেখুন কি বলছে রিপোর্ট

  • by

Advertisement

ইংল্যান্ডের সাথে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়ার। ৭ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে জয় ছিনিয়ে আনে বিরাট এন্ড কোং। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ(১৪ই মার্চ) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি। একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শোচনীয় পরাজয় হজম করতে হয়েছিল ভারতকে। শ্রেয়স আইয়র ছাড়া কোনো ব্যাটসম্যান বড় রান পাননি। ভারতের দেওয়া ১২৫ রানের টার্গেট অনায়াসেই চেজ করে নেয় ইংল্যান্ড। এই হার থেকে শিক্ষা নিয়েই ২য় ম্যাচে কামব্যাক করে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে অভিষেক করেন আইপিএল ২০২০-তে সাড়া জাগানো ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। ওপেনিং স্লটে শিখর ধাওয়ান ব্যর্থ হওয়ার পর, তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন ইশান। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে মাত্র ৩২ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও চারটি ছয়ে সাজানে তাঁর ইনিংসের ক্রিকেটমহল থেকে ভূয়সী প্রশংসা পায়। শুধু ইশান নয়, দীর্ঘদিন ব্যাট হাতে নিস্তেজ থাকার পর অবশেষে ক্রিজে জ্বলে উঠলেন কিং কোহলিও। ৪৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে স্পিন অলরাউন্ডার আক্সার প্যাটেলের জায়গায় সুযোগ পান সূর্যকুমার যাদব। যদিও সেই ম্যাচে তিনি ব্যাটিং এর সুযোগ পাননি। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ও শার্দূল ঠাকুর যথাক্রমে ২টি করে উইকেট নেন এবং ভুবনেশ্বর কুমার ও চাহাল নেন ১ টি করে উইকেট।

দ্বিতীয় টি২০ জিতে সিরিজের স্কোর ১-১ করে ভারত। তৃতীয় ম্যাচে যেকোনো প্রকারে কামব্যাক করতে চাইবে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকার পর আগামী ম্যাচে হিটম্যান রোহিত শর্মার দলে ফেরা একপ্রকার নিশ্চিত। তাঁর প্রত্যাবর্তন দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। অন্যদিকে সিরিজের লিড পেতে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন মরগ্যান। ২য় ম্যাচে আর্চার ও স্যাম কুরান ছাড়া কেউই ভারতের ব্যাটসম্যানদের টলাতে পারেনি। ফলে আগামী ম্যাচে মার্ক উট ও মঈন আলির দলে ফেরার সম্ভাবনা প্রবল। তৃতীয় ম্যাচ জিততে দুই দলই মরিয়া। তবে প্রথম ম্যাচে বিপর্যয়মূলক হারের পর টিম ইন্ডিয়া যেভাবে প্রত্যাবর্তন করে তাতে আগামী ম্যাচের দৌড়ে ভারতকে কিছুটা এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News