Connect with us

Cricket News

১৮ জুলাই থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজ, জেনে নিন নতুন সময় সূচি

Advertisement

১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা সাদা বলের সিরিজ। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে যায় এই সিরিজ। করোনা ব্যাগড়া না বাধলে আজ থেকেই শুরু হতো সিরিজ। এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে পরখ করে নেওয়া হবে ভারতীয় দলের তরুণ তুর্কিদের। আর সেই হিসেবেই তৈরী হবে আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল। বেশ ভালো ফর্মেই আছে শিখর ধাওয়ানরা। আইপিএল থেকে উঠে এসেছে অনেক নতুন মুখ। তাঁদের কাঁধেই গুরু দায়িত্ব।

আগের সময় অনুযায়ী ২ টো ৩০ মিনিটে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ( Premadasa Stadium ) একদিনের সিরিজ শুরু হওয়ার কথা ছিল। নতুন সময় সুচিতে সেই ম্যাচ শুরু হবে দুপুর ৩ টে থেকে। এরপর সন্ধ্যে ৭ টা থেকে শুরু হওয়ার কথা ছিল তিনটি টি-২০ ম্যাচ। কিন্তু নতুন সময় সুচিতে তা পিছিয়ে হয়েছে রাত ৮ টা।

ভারত-শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজের সংশোধিত সময়সূচী প্রকাশিত হওয়ার পর বিসিসিআই অর্থাৎ, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ( BCCI – Board of Control for Cricket in India ) -এর সেক্রেটারি জয় শাহ বলেছেন, “আমাদের মেডিকেল দল প্রতিনিয়ত শ্রীলঙ্কা দলের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সুষ্ঠুভাবে সিরিজ সম্পূর্ণ করার জন্য দুই দলই সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলেছে। আমরা নিশ্চিত দুই দলই আগামী দিনে দর্শকদের একটি ভালো ক্রিকেট শো উপহার দেবে।” ১৮ জুলাই প্রথম ম্যাচ দিয়ে একদিনের সিরিজ শুরু হবে। তারপর ২৫ জুলাই থেকে শুরু হবে টি-২০ ম্যাচ।

Advertisement

#Trending

More in Cricket News