
আজ থেকে শুরু হতে চলেছে ভারত শ্রীলংকার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শ্রীলংকা সফরে ভারত শ্রীলংকার সাথে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর আগে ভারত ওডিআই সিরিজ ব্যবধানে ২-১ জিতে নিয়েছে। একদিনের ম্যাচ সিরিজের শেষ খেলাটি জিতে শ্রীলংকা ২০১২ সালের পর নিজের দেশে ভারতকে প্রথমবারের মতো হারানোর রেকর্ড গড়লো। চলুন দেখে নেওয়া যাক আজ ভারত শ্রীলংকার মধ্যে টি-টোয়েন্টি ম্যাচের প্রথম একাদশ কি হতে পারে-
ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (C), পৃথ্বী শ/দেবদূত পাদিক্কাল, সূর্যকুমার যাদব, মনীষ পান্ডে, সঞ্জু স্যামসন / ইশান কিশান (WK), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহার / নবদীপ সায়নী, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: অবীশকা ফার্নান্দো, মিনোদ ভানুকা (WK), ভানুকা রাজাপাকসা, ধনঞ্জয়া ডি সিলভা, চরিত আসালঙ্কা, দাশুন শানাকা (C), ওণিন্দু হাসরঙ্গা, চামিকা করুণারত্নে, ইসুড়ু উদানা, আকিলা দানজায়া, দুষ্মন্ত চামেরা
ভারত শ্রীলংকা হেড টু হেড ম্যাচ পরিসংখ্যান:
শ্রীলঙ্কার মাটিতে ভারত এবং শ্রীলঙ্কা ১৮ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে পরিসংখ্যান অনুযায়ী ভারত ১৩ বার জয়লাভ করেছে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে টিম শ্রীলংকা জয়লাভ করেছে মাত্র ৫ বার।
পিচ কন্ডিশন: খেলা হবে শ্রীলংকার কলম্বোয় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সেখানে পিচ স্পিন বোলারের জন্য অত্যন্ত উপযুক্ত।
খেলার তারিখ ও সময়: আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৫ তারিখে খেলা অনুষ্ঠিত হবে। খেলা লাইভ দেখা যাবে ভারতীয় সময় 8.00 PM (IST).
সম্প্রচারিত চ্যানেল: শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার খেলা সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও সনি লাইভ (Sony sports network and Sony live)
