
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমাপ্ত হওয়ার পূর্বে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং টেস্ট স্কোয়াড ঘোষণা করলো ভারত। আগামী ২৪শে ফেব্রুয়ারি শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে অব্যাহতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে টেস্ট সিরিজে যথারীতি প্রত্যাবর্তন ঘটেছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের। তবে চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানেকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া দলে সুযোগ মেলেনি বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহারও।
এদিকে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাবর্তন করেই নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি। এছাড়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সামনে রয়েছে একাধিক কৃতিত্ব অর্জনের সুযোগ। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুটি সিরিজ জয়লাভ করেছেন রোহিত শর্মা। শ্রীলংকার বিরুদ্ধে দুটি সিরিজে বাজিমাত করতে পারলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর টানা চার ম্যাচ সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবেন রোহিত শর্মা। এক নজরে দেখে নিন, শ্রীলংকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি এবং টেস্ট স্কোয়াড-
ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা(অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, জশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা(অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলী, শ্রেয়স আয়ার, হনুমা বিহারি, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।
