
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার সিরিজ জয়ের স্বপ্ন সত্যি হতে চলেছিল ভারতীয় দলের জন্য। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই স্বপ্ন অনেকটাই দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। জোহানেসবার্গে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট এখন হাতছাড়া হতে বসেছে টিম ইন্ডিয়ার। প্রোটিয়াদের সামনে এখনো দুদিনের খেলা বাকি। হাতে রয়েছে মূল্যবান ৮ উইকেট। জয়ের জন্য প্রয়োজন মাত্র ১২২ রান। অন্যদিকে ম্যাচ জিততে ভারতের সামনে এখন বিশাল লক্ষ্য। ১২২ রানের মধ্যে অলআউট করতে হবে প্রোটিয়াদের।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলশ্রুতিতে তার স্থানে হনুমা বিহারিকে সুযোগ দেওয়া হয় প্রথম একাদশে। অধিনায়কত্ব গিয়ে পড়ে ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুলের উপর। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। তবে প্রথম ইনিংসে মাত্র ২০২ রানে গুটিয়ে যায় ভারতীয় শিবির। দলের হয়ে সর্বোচ্চ কে এল রাহুল অর্ধশত রানের ইনিংস খেলেন। তাছাড়া রবীচন্দ্রন অশ্বিন যুক্ত করেন ৪৬ রান।
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় প্রোটিয়া শিবির। একাই প্রথম ইনিংসে ৭ উইকেট দখল করেন শার্দুল। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ২২৯ রানে শেষ হয়। ২৭ রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটিতে কে এল রাহুল এবং মায়ানক আগারওয়াল দুজনেই ব্যস্ত হয়ে ফেরেন প্যাভিলিয়নে।
অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারার অর্ধশত রানের উপর নির্ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। ফলশ্রুতিতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২৪০ রান। তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা এখন মাত্র ১২২ রান।
