
আজ বিশ্বকাপের কয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-বাংলাদেশ(India-Bangladesh)। অনূর্ধ্ব-১৯(under 19 World Cup) বিশ্বকাপের পূর্ববর্তী আসরে ভারতকে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। তবে এবার বিশ্বকাপের ফাইনালে ভারত-বাংলাদেশ একসাথে যাওয়ার সুযোগ নেই। কয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হতে চলেছে আজ। ইতিপূর্বে গ্রুপ পর্যায়ের খেলায় ভারতীয় অধিনায়ক সহ মোট ৫ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। সূত্রের খবর, প্রত্যেকেই এখন পুরোপুরি ভাবে সুস্থ। আজকের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন করতে চলেছে তারা। যার ফলস্বরূপ ইতিমধ্যে ভয় সৃষ্টি হয়েছে বাংলাদেশ শিবিরে।
ভারতীয় অধিনায়ক যশ ঝুল এবং সহ-অধিনায়ক রশিদ ছাড়াও মানব পারেখ, সিদ্ধার্থ যাদব, আরাধ্যা যাদব এবং ভাসু ভাতস বিচ্ছিন্ন হয়েছিলেন গ্রুপ পর্যায়ের ম্যাচে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, খেলোয়াড়দের ড্রিংক দিতে কোচদের মাঠে পাঠাতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। এই প্রসঙ্গে ভারতীয় শিবিরের তরফ থেকে জানানো হয়েছিল, “কিছু খেলোয়াড়কে করোনায়(covid-19) আক্রান্ত পাওয়া গেছে এবং কয়েকজন তাদের সংস্পর্শে এসেছেন। খেলোয়াড়দের সতর্কতা হিসেবে আইসোলেশন করা হয়েছে।
তবে বোর্ড সূত্রে খবর, গতকাল প্রত্যেক ক্রিকেটার শিবিরে যোগদান করেছেন। দলের অধিনায়ক যশ ধুলসহ (Yash Dhull) পাঁচজন খেলোয়াড় করোনা মহামারী থেকে সুস্থ হয়ে আজ বাংলাদেশের (Bangladesh) বিপক্ষে ম্যাচ খেলতে উপস্থিত থাকবেন। এর ফলস্বরূপ বাংলাদেশের জয় অনেকটাই কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিপূর্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত বাংলাদেশকে ১৯ বার পরাজিত করেছে। অন্যদিকে বাংলাদেশ মাত্র ৪ বার জয়লাভ করেছে ভারতের বিরুদ্ধে। সে ক্ষেত্রে আজকের ম্যাচ শুরু হওয়ার পূর্বে ভারতের পাঁচ ক্রিকেটারের প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে।
