Connect with us

Cricket News

দলে রোহিত শর্মা, প্রথমে ব্যাট করবে ভারত

  • by

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি২০ তে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। এদিকে ইন্ডিয়া টিমে একটি বড় পরিবর্তন সূর্যকুমার যাদবের জায়গায় এলেন রোহিত শর্মা। ইংল্যান্ড টিমে টম কারেনের জায়গায় স্থলাভিষিক্ত হলেন মার্ক উড। দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে অভিষেক করেন আইপিএল ২০২০-তে সাড়া জাগানো ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। ওপেনিং স্লটে শিখর ধাওয়ান ব্যর্থ হওয়ার পর, তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন ইশান। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে মাত্র ৩২ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও চারটি ছয়ে সাজানে তাঁর ইনিংসের ক্রিকেটমহল থেকে ভূয়সী প্রশংসা পায়। শুধু ইশান নয়, কিং কোহলি ৪৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

দ্বিতীয় টি২০ জিতে সিরিজের স্কোর ১-১ করে ভারত। তৃতীয় ম্যাচে যেকোনো প্রকারে কামব্যাক করতে চাইবে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকার পর আজকের ম্যাচে হিটম্যান রোহিত শর্মার ফিরলেন। তাঁর প্রত্যাবর্তন দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। অন্যদিকে সিরিজের লিড পেতে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন মরগ্যান। ২য় ম্যাচে আর্চার ও স্যাম কুরান ছাড়া কেউই ভারতের ব্যাটসম্যানদের টলাতে পারেনি। ফলে আগামী ম্যাচে মার্ক উট ও মঈন আলির দলে ফেরার সম্ভাবনা প্রবল। তৃতীয় ম্যাচ জিততে দুই দলই মরিয়া। তবে প্রথম ম্যাচে বিপর্যয়মূলক হারের পর টিম ইন্ডিয়া যেভাবে প্রত্যাবর্তন করে তাতে আগামী ম্যাচের দৌড়ে ভারতকে কিছুটা এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারতের প্রথম একদশঃ রোহিত শর্মা, কে এল রাহুল ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।

ইংল্যান্ডের প্রথম একাদশঃ জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইওইন মর্গান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, জোফ্রা আর্চার, মার্ক উড, ক্রিস জর্ডান, আদিল রশিদ

Advertisement

#Trending

More in Cricket News