
নিউজিল্যান্ড সিরিষজ শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকা সফরের দিনক্ষণ স্থির হলো ভারতীয় দলের জন্য। চলতি মাসের ২৬ তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডকে প্রথমে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং টেস্ট সিরিজ জয় করে ভারতীয় ক্রিকেটারদের মনোবল এখন তুঙ্গে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ থেকে কিছুটা কাটছাঁট করা হয়েছে। সফর থেকে বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
এই সফরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড চূড়ান্ত সময়সূচী প্রণয়ন করেছে। দর্শকশূন্য স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া। যদিও ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে কে নেতৃত্ব দেবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। তবে বিরাট-রোহিতের পূর্ণাঙ্গ দল দক্ষিণ আফ্রিকা সফর করছে এটা নিশ্চিত।
ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন। তিনি এদিন বলেন, ভারতীয় দলের সামনে এখন বিশাল সুযোগ অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের পরাজিত করে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে ভারতীয়দের জন্য। এই সুযোগকে কাজে লাগাতে হবে ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকার পিচে ঘাস থাকায় অতিরিক্ত সুযোগ পেতে পারেন স্পিনাররা। আর বর্তমানে বিশ্বের সেরা স্পিনার লাইনআপ রয়েছে ভারতের কাছে। তাছাড়া ব্যাট হাতেও প্রত্যেক ক্রিকেটের রান পেয়েছেন। তাই স্বাগতিকদের মাঠে সিরিজ জয়ের বিশাল সুযোগ রয়েছে বিরাট বাহিনীর কাছে।
