Connect with us

Cricket News

ভারত টেস্ট সিরিজ জিততে পারে, আশাবাদী শোয়েব আখতার

Advertisement

অ্যাডিলেডে প্রথম টেস্টে অজি বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে টেস্ট জিতিয়েছিলেন। আর মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভারতকে জেতান বোলাররা। সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় বোলারদের বিরুদ্ধে ২০০ বেশি রান করতে পারেননি অজি ব্যাটসম্যানরা।

চলতি সিরিজে ভারতীয় বোলারদের প্রশংসা করেন প্রাক্তন শোয়েব আখতার। পাকিস্তানি স্পিড-স্টারের মতে বক্সিং ডে টেস্টে ভারতের জয়ের অন্যতম কারণ দুরন্ত বোলিং। আর এই কারণেই ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন আখতার। তিনি বলেন, “ভারতীয় বোলাররা দারুণ বোলিং করছে। এখান থেকে ভারত টেস্ট সিরিজ জিততে পারে।”

প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে সমতা ফিরেছে ভারত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অল-আউট করে দিয়েছিলেন ভারতীয় বোলরারা। অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচ হারে কোহলি অ্যান্ড কোং।

এমসিজি-তে বক্সিং ডে টেস্টেও প্রথম ইনিংসে দু’শো রানের গণ্ডি টপকাতে দেয়নি জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনরা। ১৯৫ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও অজি ব্যাটসম্যানদের ২০০ রানে বেঁধে রাখেন ভারতীয় বোলাররা। ফলে ৭০ রান তাড়া করে ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের।

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারতের হার প্রসঙ্গে আখতার বলেন, “আমার মনে হয় না, ভারত অ্যাডিলেডে ম্যাচ হেরেছে বলে। সম্ভবত ভারত ম্যাচ হেরেছে পিঙ্ক বলের কারণে। পিঙ্ক বল বাতাসে সুইং করে। এবং লাল বলের থেকে এই বলের গতিও বেশি। এছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা শট চেক করতে পারেনি। বলতে পারি, ভারতীয় ব্যাটসম্যানরা পিঙ্ক বলের গতির কাছে হেরেছ।”

অ্যাডিলেডে বিরাট কোহলির ভারতকে নেতৃত্ব দিলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেন অজিঙ্কে রাহানে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টের পরই দেশে ফিরে যান কোহলি। ফলে সিরিজের বাকি তিনটি টেস্টের নেতা তাঁর ডেপুটি রাহানে। বক্সিং ডে টেস্টে দলকে সামনে থেকে নেতৃত্বে দেন তিনি। দুরন্ত বোলিং সাজানোর পাশাপাশি ব্যাট হাতে দলকে জেতাতে বড় ভূমিকা নেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। প্রথম ইনিংসে তাঁর দুর্দান্ত ১১২ রানের ইনিংস প্রথম ইনিংসে ভারতকে ১৩১ রানের লিড এনে দিয়েছিল। ফলে দ্বিতীয় ইনিংসে ম্যাচের জন্য ভারতের দরকার ছিল মাত্র ৭০ রান। মাত্র ২ উইকেট হারিয়ে বক্সিং ডে টেস্ট জিতে নেয় রাহানে বাহিনী। সিরিজের তৃতীয় টেস্ট শুরু ৭ জানুয়ারি থেকে সিডনিতে।

 

Advertisement

#Trending

More in Cricket News