
নতুন বছরে প্রকাশিত হল চলতি বছরে ভারতীয় দলের ম্যাচ তালিকা। এই বছর ভারতীয় দল কোন কোন দেশ সফর করবে কিংবা কোন দেশ ভারত সফর করবে তা লিপিবদ্ধ করা হয়েছে এই তালিকায়। তাছাড়া কোন দেশের বিরুদ্ধে কোন ধরনের ম্যাচে অংশগ্রহণ করবে টিম ইন্ডিয়া তাও প্রকাশিত হয়েছে উক্ত তালিকাতে। বর্তমানে ভারতীয় দল বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত রয়েছে। এই সফরে ভারতীয় দল তিনটি টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য উক্ত সফর থেকে সেই সিরিজ বাদ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্টে ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এক নজরে দেখে নিন চলতি বছর ভারতীয় দলের জন্য আসন্ন ম্যাচ তালিকা-
ডিসেম্বর-জানুয়ারি
ভারতের দক্ষিণ আফ্রিকা সফর (চলবে)
৩ জানুয়ারি – ৭ জানুয়ারি: দ্বিতীয় টেস্ট, জোহানেসবার্গ
১১ জানুয়ারী – ১৫ জানুয়ারী: তৃতীয় টেস্ট, কেপ টাউন
জানুয়ারী ১৯: প্রথম ওডিআই, পারল
জানুয়ারী ২১: দ্বিতীয় ওয়ানডে, পারল
জানুয়ারি ২৩: তৃতীয় ওয়ানডে, কেপটাউন
ফেব্রুয়ারি
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর
৬ ফেব্রুয়ারি: প্রথম ওয়ানডে, আহমেদাবাদ
৯ ফেব্রুয়ারি : দ্বিতীয় ওডিআই, জয়পুর
১২ ফেব্রুয়ারি: তৃতীয় ওডিআই, কলকাতা
১৫ ফেব্রুয়ারি: প্রথম টি-টোয়েন্টি, কটক
১৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি, বিশাখাপত্তনম
২০ ফেব্রুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি, ত্রিবান্দ্রম
ফেব্রুয়ারী-মার্চ
- শ্রীলঙ্কা ভারত সফর
২৫ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট, বেঙ্গালুরু
৫ মার্চ: দ্বিতীয় টেস্ট, মোহালি
১৩ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, মোহালি
১৫ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, ধর্মশালা
১৮ মার্চ: তৃতীয় টি-টোয়েন্টি, লখনউ
মার্চ-মে: আইপিএল
জুন
দক্ষিণ আফ্রিকার ভারত সফর
৯ জুন: প্রথম টি-টোয়েন্টি, চেন্নাই
১২ জুন: দ্বিতীয় টি-টোয়েন্টি, বেঙ্গালুরু
১৪ জুন: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর
১৭ জুন: চতুর্থ টি-টোয়েন্টি, রাজকোট
১৯ জুন: পঞ্চম টি-টোয়েন্টি, দিল্লি
জুলাই
ভারতের ইংল্যান্ড সফর
১ জুলাই : পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট, বার্মিংহাম
৭ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, সাউদাম্পটন
৯ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, বার্মিংহাম
১০ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, নটিংহাম
১২ জুলাই: প্রথম ওডিআই, লন্ডন
১৪ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, লন্ডন
১৭ জুলাই : তৃতীয় ওয়ানডে, ম্যানচেস্টার
সেপ্টেম্বর: শ্রীলঙ্কায় T20 এশিয়া কাপ
সেপ্টেম্বর-নভেম্বর
অস্ট্রেলিয়ার ভারত সফর
চার টেস্ট, তিনটি টি-টোয়েন্টি
১৬ অক্টোবর-১৩ নভেম্বর: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ
নভেম্বর
ভারত বাংলাদেশ সফর
দুই টেস্ট, তিন ওয়ানডে
ডিসেম্বর
শ্রীলঙ্কা ভারত সফর
পাঁচটি ওয়ানডে
