
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হওয়ার পর ওডিআই সিরিজ জয় এখন ভারতের কাছে বিশাল প্রশ্নের। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত হয় রীতিমতো কাঠগড়ায় উঠেছে টিম ইন্ডিয়া। তার ওপরে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তাই আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তনসহ মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।
ওপেনিং জুটি: গত ম্যাচে ওপেনিং জুটিতে কে এল রাহুল ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনিই ওপেনিং করবেন। অন্যদিকে বিগত ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী শিখর ধাওয়ান থাকবেন তার নিজের স্থানে। অর্থাৎ রাহুল-শিখর জুটিতে আগামী কালকের ম্যাচ শুরু করবে টিম ইন্ডিয়া।
মিডল অর্ডার: আগামীকালকের ম্যাচে মিডল অর্ডারে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বিগত ম্যাচে ৫১ রান করে বিরাট কোহলি নিজের স্থান ধরে রাখবেন প্রথম একাদশে। দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারের স্থান দখল করতে পারেন সূর্য কুমার যাদব। তাছাড়া দলে উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে অবশ্যই থাকবেন ঋষভ পন্থ।
অলরাউন্ডার: বিগত ম্যাচে ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে প্রথম একাদশে রাখলেও তাকে দিয়ে বোলিং করাননি অধিনায়ক কে এল রাহুল। যদি তাকে একজন বোলিং বিকল্প হিসেবে ব্যবহার করা না হয় সে ক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া বিগত ম্যাচে ৫০ রান করে নিজের স্থান পাকা করে ফেলেছেন শার্দুল ঠাকুর।
স্পিনার বিভাগ: বিগত ম্যাচে অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এক উইকেট দখল করেছিলেন। ব্যাট হাতেও দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। তাই প্রথম একাদশে থাকবেন তিনি। এছাড়া বিগত ম্যাচে বল হাতে উইকেট দখল করতে না পারলেও দুর্দান্ত বোলিং করেছিলেন যুজবেন্দ্র চাহাল। তাই রবীচন্দ্রন অশ্বিনের সাথে তিনি জুটি বাঁধবেন।
পেস বিভাগ: আগামীকাল ভারতীয় পেস বিভাগে পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিগত ম্যাচে উইকেটের দেখা পাননি অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার। তার স্থানে জসপ্রীত বুমরাহর সঙ্গে জুটি বাঁধতে পারেন মোহাম্মদ সিরাজ।
