
চেন্নাই টেস্টে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড দিল। আগাগোড়া এই টেস্টকে নিজেদের কব্জায় রেখেছিল জো রুটের বাহিনী। ৪২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে আজকে ভারতের দরকার ছিল ৩৮১ রান। কিন্তু কোনভাবেই লক্ষ্যভেদ করতে সফল হল না ভারতীয় দল। ২২৭ রানের ব্যাবধানে চেন্নাই টেস্টে পরাজিত হল ভারত।
প্রথম দিকেই তিনটি মুল্যবান উইকেট হারিয়ে ছাপের মুখে পড়ল ভারত। রান তখন ১০০ র গণ্ডি পার করেনি। মধ্যাহ্নভোজের বিরতির পুরবেই ৫ উইকেট হারায় ভারত। একেবারে হুরমুর করে ভেঙে পরে ভারতের ব্যাটিং অর্ডার। আজ খেলা পঞ্চম দিনে গড়ায়। ১ উইকেটে মাত্র ৩৯ রান নিয়ে মাঠে নামে ভারত। ক্রিজে ছিলেন গিল এবং পুজারা। আগের দিন দ্বিতীয় ইনিংসে ২০ বলে মাত্র ১২ রান করে ফেরত যান রোহিত। আক্রমণাত্মক ওপেনার রোহিতের জন্য দিনটি নিতান্তই একটি খারাপ দিন ছিল। তিনি ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ দ্বারা আউট হয়ে যান।
আজ ১৫ রান করে স্টকসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরত যান পুজারা।তবে গিল বেশ কিছুক্ষন ক্রিজে টিকে থেকে হাফ সেঞ্চুরি করতে সক্ষম হন। ৮৩ বলে অ্যান্ডারসনের দ্বারা আউট হন তিনি। এরপর অ্যান্ডারসনের বলে রাহানের বিরুদ্ধে জোরালো LBW আবেদন ওঠে। এইবার একটুর জন্য বেঁচে গেলেও পরের বলে ক্লিন বোল্ড হন তিনি। কোন রান না তুলেই প্যাভিলিয়নে ফিরত যান আজিঙ্কে রাহানে। পন্থও অ্যান্ডারসনের শিকার হন। ১৯ বলে ১১ রান করে রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। অন্যদিকে বিরাট আজ একটি ঝরো ইনিংস খেলেছেন। ১০৪ বলে তাঁর রান ৭২। ৯ টি বাউন্ডারি মারেন তিনি। কিন্তু সেঞ্চুরির গণ্ডি ছুতে অসফল হন।
এদিকে সুন্দর ৫ বলে ০ রান, আশ্বিন ৪৬ বলে ৯ রান করেন। নাদিম, ইশান্ত, বুমরা যথাক্রমে ০,৫ ও ৪ রানে আউট হয়ে যান। চেন্নাই টেস্টে ২২৭ রানের ব্যাবধানে হার হয় ভারতের।
