Connect with us

Cricket News

IND Vs RSA: মাত্র ৪ রানের ব্যবধানে ম্যাচ হারলো ভারত! ৩-০ তে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

Advertisement

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ওডিআই সিরিজেও ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে ইন্ডিয়া। আজ ওডিআই সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজ একাধিক পরিবর্তনসহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় বাহিনী। টসে জিতে আজকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। আজকের ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন এবং ভুবনেশ্বর কুমারকে একাদশের বাইরে রেখেছিল ভারতীয় শিবির। তার বদলে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছিলেন জয়ন্ত যাদব এবং দীপক চাহার।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং-এর সামনে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়া বাহিনী। ওপেনিং জুটিতে জ্যানিম্যান মালান মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি ককের অনবদ্য ১২৪ রানের ইনিংস এবং রাসি ভ্যানডের ডুসেন ৫২ রানের ইনিংস খেলেন। এছাড়া ডেভিড মিলার ব্যক্তিগত ৩৯ রানের ইনিংস খেলেন। ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২৮৭ রান সংগ্রহ করে।

চলতি সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং দীপক চাহার। প্রসিদ্ধ কৃষ্ণ ব্যক্তিগত ৩টি এবং দীপক চাহার ব্যক্তিগত ২টি উইকেট দখল করেন। এছাড়া জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত ২টি এবং যুজবেন্দ্র চাহাল ব্যক্তিগত ১টি উইকেট দখল করেন।

বিরতি শেষে ভারত সিরিজের প্রথম জয় তুলে নিতে ২৮৮ বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে ভারত। কে এল রাহুল এবং ঋষভ পন্থের ব্যর্থ ইনিংস ভারতের পরাজয়ের জন্য যথেষ্ট ছিল। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ব্যক্তিগত ৬১ এবং বিরাট কোহলি ব্যক্তিগত ৬৫ রানের ইনিংস খেলেন। শেষে দীপক চাহার ব্যক্তিগত ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে মাত্র ৪ রানে পরাজিত হয়েছে ভারত।

Advertisement

#Trending

More in Cricket News