
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টির রুদ্ধশ্বাস ম্যাচে কামব্যাক করলো ইংল্যান্ড শিবির। ৮ উইকেটে ভারতকে হারিয়ে ম্যাচ ঝুলিতে ভরে মরগ্যান এন্ড কোং। এই নিয়ে দ্বিতীয় বার পরাজয় হজম করতে হল ভারতেকে। এই হারের পিছনে যে মূল কারণগুলো রয়েছে তা নিচে আলোচনা করা হল।
প্রথমত, প্রথম দিকেই ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে ভারতকে চাপে ফেলে ইংল্যান্ড। তিনটি উইকেট পড়ে যায় মাত্র ২৪ রানের মধ্যে। এ দিন টম কারেনকে স্থলাভিষিক্ত করে মাঠে নামেন মার্ক উড। একা হাতে রোহিত শর্মা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারকে ফেরান তিনি। ৩ ওভারে ৩১ রান দিয়ে ভারতের ৩টি মূল্যবান উইকেট তুলে নেন তিনি।
দ্বিতীয়ত, পরপর তিনটি ম্যাচে ওপেনিং স্লটে ব্যর্থ হলেন কে এল রাহুল। শেষ তিন ম্যাচে তাঁর স্কোর ১,০,০। এদিকে পরপর তিন ম্যাচে ওপেনিং জুটি আলাদা আলাদা। প্রথম ম্যআচে ব্যর্থ হওয়ার পর শিখর ধাওয়ানকে বসিয়ে দেয় দল। দ্বিতীয় ম্যাচে রাহুলের সাথে ওপেন করে ঈশান কিশান। ৩য় ম্যাচে রোহিত শর্মা দলে ফেরায় ইশানকে ব্যাটিং লাইন আপের তিন নম্বরে রাখা নয়। ওপেনিং নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করেও শেষ রক্ষা হয়নি।
তৃতীয়ত, ভারত পাওয়ার প্লে-তে মাত্র ২৪ রান তোলে এবং মূল্যবান ৩টি উইকেট হারায়। সেদিক থেকে ইংল্যান্ড প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৭ রান তুলে ফেলে। ৫২ বলে ৮৩ রানে অপরাজিত থেকে জয়ের পথ প্রসস্থ করেন জস বাটলার।
চতুর্থত, ২৪ রানে ৩ উইকেট হারানর পর কোহলী ও ঋষভ পন্থের জুটি রান ২৪ থেকে ৬৪ তে নিয়ে যায়। তবে পন্থের আউটের পর আবার গতি মন্থর হয়। ভারত যেভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তাতে দেড়শো রান তোলা বেশ কঠিন ছিল। কিন্তু তা সম্ভব হলো বিরাটের ব্যাট থেকে। ব্যাটিং বিপর্যয় ঢেকে আমেদাবাদের মোতেরায় তৃতীয় টি২০ তে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয় বিরাটের ৭৭ রানের ইনিংস। তবে প্রথম থেকেই ইংল্যান্ডের আগ্রাসী মনোভাব ভারতের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।
পঞ্চমত, ভারতীয় বোলাররা ইংল্যান্ড ব্যাটসম্যানদের ভিত টলাতে পারেননি।। পাঁচজন বোলার নিয়ে এতো কম রান রুখতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর উইকেট পাননি। অন্যদিকে চাহাল ও সুন্দর যথাক্রমে একটি করে উইকেট তুললেও ইংল্যান্ডের রানের গতি আটকাতে ব্যর্থ ভারত। এই ম্যাচ জিতে সিরিজ ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড।
