Connect with us

Cricket News

দ্বিতীয় হার হজম করতে হল ভারতকে, ৮ উইকেটে সহজে জয় পেল ইংল্যান্ড

  • by

Advertisement

তৃতীয় টি-টোয়েন্টির রুদ্ধশ্বাস ম্যাচে কামব্যাক করলো ইংল্যান্ড শিবির। ৮ উইকেটে ভারতকে হারিয়ে ম্যাচ ঝুলিতে ভরে মরগ্যান এন্ড কোং। আরও একবার পরাজয় হজম করতে হল ভারতেকে। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। ৩য় ম্যাচে দুই দলই একটি করে পরিবর্তন আনে। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকার পর এই ম্যাচে সূর্যকুমার যাদবের জায়গায় দলে ফেরেন হিটম্যান রোহিত শর্মার। অন্যদিকে ইংল্যান্ড টিমে টম কারেনকে স্থলাভিষিক্ত করে আসেন মার্ক উড।

প্রথম দিকেই ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে ভারতকে চাপে ফেলে ইংল্যান্ড। তিনটি উইকেট পড়ে যায় মাত্র ২৪ রানের মধ্যে। রোহিত শর্মা প্রত্যাবর্তন করলেও দলকে বড় রান দিতে ব্যর্থ হন। ১৭ বলে তাঁর রান ১৫। অন্যদিকে ওপেনিং স্লটে আবারও ব্যর্থতা পান কে এল রাহল। ৪ বলে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।ঈশান করেন ৯ বলে মাত্র ৪ রান। এই ভরাদুবি থেকে একা হাতে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক বিরাট। প্রথমদিকে ভারত যেভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তাতে দেড়শো রান তোলা বেশ কঠিন ছিল। কিন্তু তা সম্ভব হলো বিরাটের ব্যাট থেকে।

২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে পৌছায় টিম ইন্ডিয়া। ৪৬ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন কিং কোহলি। ৮টি চার ও চারটি ছয়ে সাজানো তাঁর ইনিংস। হার্দিক পাণ্ডিয়া করেন ১৭। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেন মার্ক উড।চার ওভারে ৩১ রান দিয়ে তিনি ৩ উইকেট নিয়েছেন। ২ টি উইকেট পান ক্রিস জর্ডন।

বোলিং এর সাথে সাথে ব্যাটিং এও আধিপত্য জারি রাখে ইংল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ভারতের দেওয়া টার্গেট চেস করে তাঁরা। ওপেনার জস বাটলার ৫২ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে ওপেনিং স্লটে নামা জেসন রয় ১৩ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ডেভিড মালানের ব্যাট থেকে আসে ১৪ রান। বেয়ারস্টো ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এদিকে ভারতীয় বোলাররা ইংল্যান্ড ব্যাটসম্যানদের ভিত টলাতে পারেননি। কেবল চাহাল ও সুন্দর একটি করে উইকেট তোলেন। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ২-১ এ এগিয়ে গেল ইংল্যান্ড।

Advertisement

#Trending

More in Cricket News