Connect with us

Cric Gossip

India Support Afganishtan: সেমি ফাইনালে উঠতে আফগানিস্তানের সমর্থনে গোটা ভারতবাসী

Advertisement

আজ, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে আফগানিস্তান। এদিন মাঠে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারলে তবেই ভারত উঠতে পারবে সেমিফাইনালে। তার জন্যই বর্তমানে ভারতীয় ক্রিকেট সমর্থকদের অধিকাংশই আফগানিস্তানের সমর্থনে চলে গিয়েছেন। তার ঝলক মিলছে গোটা নেটদুনিয়ায়।

রবিবার আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ হওয়ার আগেই অনেক ভারতীয় ক্রিকেট সমর্থকরা নিজেদের নামের পাশে আফগানিস্তানের ফ্ল্যাগের চিহ্ন লাগিয়ে ফেলেছেন। এখন থেকেই ধরে নেওয়া হচ্ছে নামিবিয়াকে ভারত হারিয়ে দেবে। তবে রবিবার আফগান ক্রিকেটাররা নিউজিল্যান্ডকে হারাতে না পারলে ভারত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফেরার জন্য আরও এক বছর অপেক্ষা বেড়ে যাবে ভারতীয়দের। তাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে অধিকাংশই চাইছেন রবিবার ম্যাচে মরুশহরে জয় হোক আফগানিস্তানের।

এই পরিস্থিতিতে একজন নেটিজেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, তিনি আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচের আগেই জেনেছেন আফগানদের জাতীয় খাবার আফগান পোলাও। নিজের নামের পাশে ইন্ডিয়া ও আফগানিস্তানের ফ্ল্যাগের মাঝে একটি হাট সাইন দিয়ে দিয়েছেন, যার অর্থ ভারত ভালোবাসে আফগানিস্তানকে। এই টুইটের প্রেক্ষিতে অন্য আরেকজন লিখেছেন, রবিবার কিউইদের বিরুদ্ধে যদি আফগানরা জিতে যায় তাহলে তিনি এক সপ্তাহ ধরে শুধু আফগান পোলাওই খাবেন। অন্য আরেকজন বলিউড খ্যাত সিনেমা ‘কাবুল এক্সপ্রেস’এর পোস্টার শেয়ার করে লিখেছেন, এই তার একমাত্র প্রিয় সিনেমা। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে একাধিক মিমও। এমন বিভিন্ন ধরনের মন্তব্য গোটা সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে।

তবে বর্তমানে সবটাই নির্ভর করছে নেট রান রেটের উপর। সুপার টুয়েলভের গ্রুপ-২ থেকে পাকিস্তান ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সম্প্রতি দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে জোরদার লড়াই চলছে। চার ম্যাচে ৬ পয়েন্ট ও +১.২৭৭ নেট রানরেট নিয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। বিরাট বাহিনী +১.৬১৯ নেট রানরেট নিয়ে আফগানিস্তানের থেকে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে। +১.৪৮১ নেট রানরেট নিয়ে আফগানরা রয়েছে চতুর্থ স্থানে।

এই পরিস্থিতিতে রবিবারের ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে এত জটিল সমীকরণ সমাধানের প্রয়োজন পড়বে না। এদিন আফগানিস্তান জিতে গেলে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে লড়াইটা হবে আফগানিস্তান ও ভারতের মধ্যে। তবে এই সবটাই নির্ভর করছে রবিবারের ম্যাচের উপর। আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার।

Advertisement

#Trending

More in Cric Gossip