
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষ হতে না হতেই আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটমহলে। ফের আরো একবার ২০ ওভারের লড়াই দেখতে চলেছে পুরো বিশ্ব। করোনা পরিস্থিতির জন্য চলতি বছর ভারতীয় ক্রিকেট বোর্ড সুদূর আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল। আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এবার ঘরের মাটিতে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে অস্ট্রেলিয়ার জন্য।
বরাবরের মতো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলকে একমাত্র আইসিসি আয়োজিত বড় ইভেন্টে মুখোমুখি হতে দেখা যায়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই দুই দল খেলেনি কোনো আন্তর্জাতিক সিরিজ। তাই স্বভাবতই টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ হতে চলেছে ভারত পাকিস্তানের ম্যাচ। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে একই গ্রুপে স্থান দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। যেখানে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতকে পরাজিত করার গৌরব অর্জন করেছিল পাকিস্তান।
আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ এই দুটি দলকে নিয়ে মাথা ব্যাথার শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চলতি বছরের মতো অস্ট্রেলিয়া বিশ্বকাপেও কি এই দুটি দল একই গ্রুপে থাকবে? এমন প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ১৬ দলের মধ্যে ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ বিভাজন কিভাবে হবে তার চুড়ান্ত তালিকা আগামী বছরের ২১শে জানুয়ারি প্রকাশ করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে জনসাধারণের জন্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। মেলবোর্নে ১৩ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ৯ ও ১০ নভেম্বর মাসের যথাক্রমে সিডনি ও মেলবোর্নে খেলা হবে দু’টি সেমিফাইনাল। আগামী বছর ১৬ই অক্টোবর থেকে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ।
