Connect with us

Cricket News

IND Vs SL: শ্রীলংকা বধের পরিকল্পনা শুরু ভারতের, প্রথম একাদশে ফিরতে মরিয়া রবীন্দ্র জাদেজা!!

Advertisement

আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এখন অতীত। তাই সেই স্মৃতি ভুলে নব উদ্যমে আবার শ্রীলংকা বধের পরিকল্পনা শুরু করেছে টিম ইন্ডিয়া। এই সিরিজে শ্রীলংকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সময় শ্রীলংকার বিরুদ্ধে ভারতের দুটি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন। সাথে সাথে বিরাট কোহলি কিংবা ঋষভ পন্থের মত হাইহিটার ব্যাটসম্যানদের অব্যাহতি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকার পর আবার জাতীয় দলে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। তার সামনে এখন বিশাল চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট এবং ফর্মে ফেরাতে হবে। তাই টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে সবার প্রথম লখনউ পৌঁছেছেন ভারতীয় এই ক্রিকেটার। মনে করা হচ্ছে, শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছেন রবীন্দ্র জাদেজা। আর সেই উদ্দেশ্যে গত মঙ্গলবার থেকে ঘাম ঝরাচ্ছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করলেও শ্রীলংকার বিরুদ্ধে কোন রকম রিক্স নিতে চায়না টিম ইন্ডিয়া। তাই আগেভাগে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সমস্ত হিসাব-নিকাশ করতে ব্যস্ত। কে এল রাহুল কিংবা বিরাট কোহলির মত ব্যাটসম্যানদের ছাড়াই লঙ্কান বাহিনীর সামনে নামবে ভারতীয় ব্লু বাহিনী। তাই পরিকল্পনা কোন রকম ঘাটতি রাখতে নারাজ ভারতীয় দল। কার স্থানে কাকে খেলানো হবে সেই পরিকল্পনা ব্যস্ত এখন ভারতীয় শিবির। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন কেমন হবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। তবে আশার বাণী হলো এই, বর্তমানে রবীন্দ্র জাদেজা পুরোপুরি ফিট মাঠে নামার জন্য।

Advertisement

#Trending

More in Cricket News