
বিশ্বকাপের কয়ার্টার ফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ(India-Bangladesh)। অনূর্ধ্ব-১৯(under 19 World Cup) বিশ্বকাপের পূর্ববর্তী আসরে ভারতকে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপের ফাইনালের আগে দেখা হলো ভারত-বাংলাদেশের। কয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ গতকাল মুখোমুখি হয়েছিল। যেখানে বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত।
গতবারের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের পরাজয় মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাই এবার কয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে বিদায় করল ভারত। তবে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। ভারতীয় দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক সহ মোট ছয় জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে দলছাড়া হয়েছিলেন। যদিও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের একদিন পূর্বে ভারতীয় শিবিরে যোগদান করেছিলেন সেই সমস্ত ক্রিকেটাররা। ফলশ্রুতিতে একরকম মাঠে নামার পূর্বে ভারতের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছিল বাংলাদেশ।
গতকালকের ম্যাচে প্রথমে টসে জিতে ভারত বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৩৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন মেহেরাব। এদিকে ভারতের হয়ে রবি কুমার ব্যক্তিগত ৩টি এবং ভিকি ২টি উইকেট দখল করেন।
মাত্র ১১২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে যদিও ওপেনিং জুটি স্থায়ী হয়নি ভারতের জন্য। দলের সংগ্রহ যখন ০, তখনই প্রথম উইকেটের পতন হয় ভারতীয় দলে। ৩০.৫ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। গত বারের বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এবার কয়ার্টার ফাইনালে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করেছে। প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
