Connect with us

Cricket News

IND Vs RSA: আগামীকাল মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা! দেখে নিন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের শক্তিশালী একাদশ কেমন হতে পারে

Advertisement

বিরাট কোহলির নেতৃত্বধীন ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফর করছে। এই সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টের বল আগামীকাল মাঠে গড়াতে চলেছে। চলতি সিরিজ ভারতীয় দলের জন্য অগ্নিপরীক্ষা সম বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারত কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি। বিগত সফরে বিরাট কোহলির নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে ভারত একটি ম্যাচে জয়লাভ করেছিল। তাই এই সিরিজ ভারতীয় ক্রিকেট নতুন অধ্যায় যুক্ত করবে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ইতিপূর্বে ভারত ঘরের মাঠের নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ঘরে পাঠিয়েছে। তাই যথারীতি ভারতীয় ক্রিকেটারদের মনোবল এখন তুঙ্গে। যদিও ইতিপূর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ইনফর্ম ব্যাটসম্যান রোহিত শর্মা। অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারা বিগত এক বছর যাবত রান পাচ্ছেন না। বিরাট কোহলির ব্যাট থেকে বিগত দুবছর ধরে নেই কোন তিন অঙ্কের ইনিংস। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বাউন্স পিচে সিরিজ জয় ভারতের পক্ষে সত্যিই কঠিন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারতীয় দলের জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াইটা যে অনেকটা কঠিন হবে সেটা স্বীকার করেছে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এই সফর তার জন্য অগ্নিপরীক্ষা। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এটাই বিদেশের মাটিতে রাহুল দ্রাবিড়ের প্রথম সফর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রধান লক্ষ্য হবে শক্তিশালী একাদশ নির্মাণ। দেখে নিন আগামীকাল সিরিজের প্রথম টেস্ট ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে কেমন একাদশ হতে চলেছে ভারতের-

ভারতের শক্তিশালী একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), মায়ানক আগারওয়াল, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), শ্রেয়াস আইয়ার, রবীচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ এবং জয়ন্ত যাদব।

Advertisement

#Trending

More in Cricket News