Connect with us

Cricket News

IND Vs RSA: কেপটাউনে নির্ণায়ক ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা! দেখে নিন দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

Advertisement

জোহানেসবার্গের টেস্টে প্রোটিয়াদের সামনে ভারতের পরাজয় দীর্ঘদিনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভারতের। চলতি সফরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার সিরিজ জয়ের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছিল ভারতীয় দলের জন্য। তবে জোহানেসবার্গে বিরাট কোহলির অনুপস্থিতিতে প্রোটিয়াদের কাছে পরাজিত হয় ভারত। তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বিরাট বাহিনী।

এই সফর ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির জন্য অগ্নিপরীক্ষা সম। ইতিমধ্যে টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিরিজে ভারতের পরাজয় হলে টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব হারাতে পারেন বিরাট। তাছাড়া ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে প্রথম বিদেশ সফর করছে ভারত। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করলেও বিদেশের মাটিতে রাহুল দ্রাবিড়ের সাফল্য দেখতে মরিয়া ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাই কেপ টাউনের সিরিজের শেষ ম্যাচ একাধিক প্রশ্নের উত্তর নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

বিগত ম্যাচে পিঠে চোট পেয়ে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই দল থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি। পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন হনুমা বিহারি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান করেছেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারাও। তাই আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বিরাট বাহিনী এ নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক, আগামীকাল নির্ণয়ক ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে-

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডের ডুসেন, টেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, ডুয়ান অলিভিয়ার।

ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), আর অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা।

Advertisement

#Trending

More in Cricket News