Connect with us

Cricket News

চোটে আক্রান্ত ভারত, জাদেজার পরিবর্তে অভিষেক হতে পারে এই তারকা ক্রিকেটারের

Advertisement

সিডনি টেস্টের লড়াই শেষ। হারতে চলা ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। এবার আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনের গাব্বায় শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। ৪ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল ১-১। শেষ টেস্ট জিতে সিরিজ জেতাকেই পাখির চোখ করছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া দুই দলই। তবে ব্রিসবেন টেস্টে নামার আগে ভারত চাপে রয়েছে চোট সমস্যার জন্য।

একের পর এক চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় দল। অশ্বিন, জাদেজা, বুমরাহ, বিহারী এই চারজন সিডনি টেস্টের পরে চোটের তালিকায় নাম লিখিয়েছেন। জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে বলেছেন, ‘অশ্বিনের অবস্থা খুব খারাপ। না খেলার সম্ভবনা ৪০-৬০। ও যদি না নামতে পারে তাহলে চার পেসারে প্রথম একাদশ সাজানো হবে- মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং টি নটরাজনকে নিয়ে। আর যদি অশ্বিন খেলে তখনও সুন্দরকে নেওয়া হতে পারে একজন পেসারকে কমিয়ে। কারণ ও ব্যাট করতে পারে এবং বোলিং বিভাগেও অপশন বাড়ানো যাবে।

দেশের হয়ে এখনো পর্যন্ত ১টি ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন সুন্দর। ওয়ানডেতে ১টি উইকেট পেলেও ২৫টি টি-২০ ম্যাচে তার উইকেটসংখ্যা ২১টি। দেশের হয়ে ব্যাট হাতে সেরকম কিছু এখনো না করলেও আশা করা যাচ্ছে টেস্ট সিরিজে কাজে আসবে তার ব্যাটিং। শোনা যাচ্ছে রবীন্দ্র জাদেজার জায়গায় তাকে খেলানো হতে পারে।

Advertisement

#Trending

More in Cricket News