Connect with us

Cricket News

Virat Kohli: কোহলির ভুল ডিআরএস-এ ভুগল ভারত, ধোনির উত্তরসূরী হতে এখনও ঢের বাকি, দাবি ক্রিকেটপ্রেমীদের

Advertisement

একটি টেস্ট ম্যাচে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। ভারত নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। অন্যদিকে রবীচন্দ্রন অশ্বিনের জোড়া রেকর্ড। আবার এই একই টেস্ট ম্যাচে দেখা গেছে আম্পায়ারের জঘন্যতম আম্পায়ারিং। অর্থাৎ ভারত নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ এখন সমস্ত দিক থেকে সংবাদের শিরোনামে স্থান পেয়েছে।

প্রথম ইনিংসে বিরাট কোহলির ভুল আউট নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমত তোলপাড় হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা আম্পায়ারদের তুলোধোনা করতে ছাড়েনি। বল প্রথমে ব্যাটে লেগে প্যাডে লাগে বিরাট কোহলির। রিভিউ সিস্টেমের আবেদন করেও ভুল নির্ণয়কে বহাল রাখেন থার্ড আম্পায়ার। যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি চলতি টেস্ট ম্যাচে আরো একটি নজির গড়লেন। একাধিকবার ভুল রিভিউ নিয়ে বিপদে ফেললেন টিমকে। অধিনায়ক হিসেবে যেমন সাফল্য তার থেকে দূরে সরে যাচ্ছে ঠিক তেমনি ডিআরএস সিস্টেম গ্রহণ করে দলকে আরো বিপদে নিয়ে যাচ্ছেন তিনি। নিউজিল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারে উমেশ যাদবের ফুল লেংথ বল গিয়ে লাগে উইল ইয়ংয়ের পায়ে। প্রথম দেখাতেই মনে হয়েছিল বল লেগ স্টাম্পের বাইরে। কিন্তু উমেশের চাপে পড়ে ডিআরএস নেন কোহলী। বল ট্র্যাকিংয়ে সেটিই পরিষ্কার হয়ে যায়। ফলশ্রুতিতে প্রথম রিভিউ হারায় ভারত।

ইনিংসের ২৪ তম ওভারের দ্বিতীয় বল। মনে করা হয়েছিল উমেশের বল মিচেলের ব্যাটে লেগেছে। উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বারবার বলেন, তিনি কিছু শুনতে পাননি। তবু তাঁকে অগ্রাহ্য করে রিভিউ নেন অধিনায়ক বিরাট কোহলি। দেখা যায়, বল লেগেছে প্যাডে। ফের একটি রিভিউ খোয়ায় ভারত। বারবার ভুল বিরাট কোহলির ভুল নির্ণয়ে সবকটি রিভিউ হারিয়ে ফেলে ভারত।

আর সাথে সাথে ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন, মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হতে এখনো ঢের বাকি বিরাট কোহলির। উইকেটের পেছনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনির নেওয়া রিভিউ খুব একটা ব্যর্থ হতে দেখা যায়নি। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির সফলতা এতটাই বেশি ছিলো যে ক্রিকেটপ্রেমীরা ডিআরএস সিস্টেমকে ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলে আখ্যায়িত করতেন।

Advertisement

#Trending

More in Cricket News