
আগামী ৬ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআই সিরিজে মাঠে নামতে চলেছে ভারত। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রত্যেকটি ম্যাচ আলাদা স্টেডিয়ামে আয়োজিত করতে চাইলেও করোনা পরিস্থিতি বিবেচনা করে অবশ্য সেই নির্ণয় স্থগিত করতে হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচ গুলি যথাক্রমে গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং কলকাতা ইডেন গার্ডেন্সে আয়োজন করতে চলেছে। সে ক্ষেত্রে ওডিআই সিরিজ আয়োজিত হতে চলেছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে কলকাতার নন্দন কাননে।
তবে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামে মাঠে নামবে ভারত ওয়েস্ট ইন্ডিজ। ইতিপূর্বে একাধিক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হলেও মন ভাঙ্গেনি ক্রিকেটপ্রেমীদের। তবে এবার যেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক নেওয়া সিদ্ধান্ত রীতিমতো হতাশায় ফেলেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। পৃথিবীর প্রথম দেশ হিসেবে ভারত ১০০০ তম একদিনের ম্যাচ খেলবে আগামী ৬ই ফেব্রুয়ারি। অথচ স্টেডিয়ামে বসে সেই ম্যাচের সাক্ষী হতে পারবেন না কেউ। এটি যেন ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত কষ্টসাধ্য হিসেবে পরিগণিত হচ্ছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইডেনে ৭৫ শতাংশ দর্শক প্রবেশ করতে কোনও বাধা নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অভিষেক বলেছেন, “রাজ্যজুড়ে খেলাধুলো ফের চালু করা এবং স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব এবং রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। রাজ্যের ক্রীড়াবিদদের কাছে এই ঘোষণা সুসংবাদ নিয়ে এল।” তবে কলকাতার নন্দন কাননে বসে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে হলে অবশ্যই করোনার ডবল ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট কাছে রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের।
