
এমনটাই জানানো হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে। চলতি মাসের ১৩ তারিখ থেকে ভারত ও শ্রীলংকার মধ্যে এক দিবসীয় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। শ্রীলংকার কলম্বোয় তিনটি একদিবসীয় ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শ্রীলংকান শিবিরে করোনার হানায় আপাতত ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। যেমনটি পাকিস্তান ও ইংল্যান্ড সিরিজে ঘটেছিল ঠিক তেমনটিই ঘটলো এবার ভারত শ্রীলংকা সিরিজে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যৌথ আলোচনায় পরে খেলাগুলোর নতুন সূচি প্রকাশ করেছে।
উল্লেখ্য এই যে, শ্রীলংকান প্রধান ব্যাটিং কোচ ফ্লাওয়ার করোনা পজিটিভ হওয়ায় এমন সিদ্ধান্ত। সূত্রের খবর, ফ্লাওয়ার ইংল্যান্ড থেকে শ্রীলংকা ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার করোনার লক্ষণ অত্যান্ত মৃদু। তার পরেও আতঙ্ক ছড়িয়েছে শ্রীলংকান ক্রিকেট শিবিরে। যদিও ফ্লাওয়ার কে আলাদা পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্রীলংকান প্লেয়ারদের ও করোনা টেস্ট করতে দেওয়া হয়েছে বলে জানায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এমত অবস্থায় ভারত শ্রীলংকা সিরিজ অনুষ্ঠিত করা সম্ভব নয় বলে নতুন খেলার সূচি প্রকাশ করল ক্রিকেট বোর্ড।
ভারত-শ্রীলংকার মধ্যে ১৩ তারিখ থেকে একদিনের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৭ তারিখে। আসুন দেখা যাক একদিনের ম্যাচের দিনক্ষণগুলি-প্রথম ওডিআই ১৭ তারিখ দ্বিতীয় ওডিআই ১৯ তারিখ এবং তৃতীয় ওডিআই ২১ তারিখ অনুষ্ঠিত হবে। এছাড়া পরিবর্তন করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজের তারিখও। প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ২৪ তারিখ, দ্বিতীয় টি-টোয়েন্টি ২৫ তারিখ এবং তৃতীয় টি-টোয়েন্টি ২৭ তারিখ খেলা হবে। প্রত্যেকটি খেলা একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যদিও খেলা অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে এখনো দ্বিমত আছে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।
