
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। ইতিপূর্বে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ সিরিজ জয়ের উদ্দেশ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের আহবানে রোহিত শর্মা এবং ঈশান কিশান জুটিতে ব্যাটিং করতে নামবে ভারত। দেখে নিন দুই দলের শক্তিশালী একাদশ-
ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল।
ওয়েস্ট ইন্ডিজ (প্লেয়িং ইলেভেন): ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, নিকোলাস পুরান (উইকেট রক্ষক), রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, ওডেন স্মিথ, রোস্টন চেজ, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড, শেলডন কটরেল।
