Connect with us

Cricket News

Ind vs Sl: প্রথম জয় শ্রীলঙ্কার, ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতল ভারত

  • by

Advertisement

ভারতীয় জুনিয়র ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কায় আছে। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করবে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান শেখর ধাওয়ান। ভারতীয় জুনিয়র দলের প্রধান কোচ হিসেবে সেখানে কর্মরত রয়েছেন রাহুল দ্রাবিড়। গত ১৮ তারিখে ভারত প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে পরাজিত করেছিল। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত শ্রীলংকাকে ৩ উইকেটে পরাজিত করে সিরিজে ২-০ তে এগিয়ে ছিল।

সিরিজের তৃতীয় ম্যাচে ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজকের ম্যাচে ভারতীয় একাদশে একাধিক পরিবর্তন করেন শেখর ধাওয়ান। কৃষ্ণপ্পা গৌতম, রাহুল চাহার, নবদীপ সায়নী, চেতন সাকারিয়া ও নিতিশ রানা খেলার সুযোগ পেয়েছে আজকের ম্যাচে। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত প্রথমেই অধিনায়ক শেখর ধাওয়ানের উইকেট হারায়। তারপর একে একে সবাই ফিরে যেতে থাকেন প্যাভিলিয়নে। দলের হয়ে পৃথ্বী শ ৪৯ সঞ্জু স্যামসন ৪৬ এবং সূর্য কুমার যাদব ব্যক্তিগত ৪০ রান করেন। তা ছাড়া আর কোন ব্যাটসম্যান নিজেদের সম্মান রাখতে পারেননি ম্যাচে। ৪৩.১ ওভারে ভারত সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করতে সক্ষম হয়। শ্রীলংকান বোলার ধনঞ্জয়া ৩টি এবং প্রবীণ জয়াবিক্রামা ৩টি উইকেট নেন।

জবাবে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো না হলেও ওপেনিং ব্যাটসম্যান অবীশকা ফার্নান্দো ব্যক্তিগত ৭৬ রান এবং ভানুকা রাজাপাকসা ব্যক্তিগত ৬৫ রান করে দলকে জয়ের দ্বারে নিয়ে যান। ভারতের হয়ে চেতন সাকারিয়া দুটি এবং রহুল চাহার তিনটি মূল্যবান উইকেট তুলে নেন। ভারত শ্রীলঙ্কা সিরিজ ২-১ ব্যবধানে শেষ হয়। ভারত শ্রীলংকার মধ্যে তিনটি টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৫ তারিখে।

Advertisement

#Trending

More in Cricket News