
খালি পায়ে মাঠে নামল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যোগ দিল অস্ট্রেলিয়ানরাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নামার আগেই অভূতপূর্ব দৃশ্য দেখা গেল সিডনির মাঠে। অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের সম্মান প্রদর্শনের জন্য এমন কীর্তি। এরাই অজি মুলুকের আসল বাসিন্দা।
জনজাতিদের সম্মান দেখানোর জন্যই দুই দেশের ক্রিকেটাররা খালি পায়ে বৃত্তাকরে দাঁড়ালেন। যাকে পোশাকি ভাষায় বলা হয় বেয়ারফুট সার্কেল।
Players from both teams paid tribute to Australia's indigenous people in a Barefoot Circle ceremony before the start of play 🙌#AUSvIND pic.twitter.com/jgYIF81Bxs
— ICC (@ICC) November 27, 2020
কী এই বেয়ারফুট সার্কেল? এটা বোঝাতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, “এই দেশের যারা প্রথাগত মালিক তাদের ক্রিকেটীয় শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশে এমন করা হয়েছে। এর উদ্দেশ্য তাদের এবং এই দেশকে সম্মান জানানো। খালি পায়ে করার তাত্পর্য হল, আমরা প্রত্যেকেই মাটির কাছাকাছি। সকলেই সমান। প্রত্যেকের পাশে আমাদের দাঁড়াতে হবে। বৃত্তাকার হওয়া জাতি বিদ্বেষ হটিয়ে পারস্পরিক সহযোগিতা এবং শক্তিশালী হওয়ার বার্তা দেয়।”
